HSC ICT | অধ্যায় ৪ | চট্টগ্রাম বাের্ড-২০১৯

 

hsc job university admission ict

প্রশ্ন নং-৫: চট্টগ্রাম বাের্ড-২০১৯



(ক) আইপি অ্যাড্রেস কী?
(খ) “ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিন এক নয়”- ব্যাখ্যা কর।
(গ) ব্রাউজারে উদ্দীপকের ন্যায় চিত্র-১ এর ফলাফল পেতে প্রয়ােজনীয় HTML কোড লিখ।
(ঘ) উদ্দীপকের চিত্র-২ ওর ওয়েবসাইট কাঠামােটি বড় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আদর্শ নয়।”-উক্তিটির সত্যতা যাচাইপূর্বক মতামত দাও।

(ক)-এর উত্তর:
আইপি অ্যাড্রেস: ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটারের একটি নিজস্ব ঠিকানা থাকে। এই ঠিকানাকে আইপি অ্যাড্রেস বলে।

(খ)-এর উত্তরঃ
ওয়েব ব্রাউজার হলাে এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে একজন। ব্যবহারকারী যেকোনাে ওয়েবপেইজ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে অথবা লােকাল এরিয়া নেটওয়ার্কে অবস্থিত কোনাে ওয়েবসাইটের যেকোনাে লেখা, ছবি এবং অন্যান্য তথ্যের অনুসন্ধান, ডাউনলােড কিংবা দেখতে পারেন। কোনাে ওয়েবসাইটে অবস্থিত লেখা এবং ছবি একই অথবা ভিন্ন। ওয়েবসাইটের সাথে আন্তঃসংযুক্ত থাকলে একটি ওয়েব ব্রাউজার একজন ব্যবহারকারীকে দ্রুত এবং সহজে এই সকল লিঙ্কের মাধ্যমে বিভিন্ন
ওয়েবসাইটে অবস্থিত অসংখ্য ওয়েবপেইজের সাথে তথ্য আদান-প্রদানে সাহায্য করে।
অপরদিকে, সার্চ ইঞ্জিনে একটি সফটওয়্যার টুল যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। থেকে ইনফরমেশন খুঁজে বের করে। যেমন Google, yahoo, Bing, MSN, পিপীলিকা ইত্যাদি।

(গ)-এর উত্তর:
<!DOCTYPE html>
<html>
<head>
<title>HTML Code</title>
</head>

<body style="text-align: center;">
<h1>This is our national flower</h1>
<img src="Water lily.jpeg">
<h2>Water lily.jpeg</h2>
</body>
</html>

(ঘ)-এর উত্তর:
উদ্দীপকের চিত্র-২ এর ওয়েবসাইট কাঠামােটি হলাে লিনিয়ার । ওয়েবপেইজ ডকুমেন্টকে Organize করার জন্যে একটি অন্যতম পদ্ধতি হচ্ছে Linear অথবা Sequential Organization। এ পদ্ধতিতে হোম পেইজ হচ্ছে সূচনা বা Title। এ স্ট্রাকচারে প্রত্যেকটি পেইজ হচ্ছে অনুক্রমিক। পরবর্তী এবং পূর্ববর্তী পেইজের মধ্যে মুভ (Move) করার ক্ষেত্রে এখানেও লিংক ব্যবহার করা হয়। ডকুমেন্টটি খুব বড় না হলে অর্থাৎ পেইজের সংখ্যা যদি কম হয় তবে Linear organization ব্যবহার করা ভালাে। কেননা এ ক্ষেত্রে ডকুমেন্টটি যেকোনাে অংশকে সহজেই খুঁজে বের করা যায়। কিন্তু বড় শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ওযেব ডকুমেন্টটি অনেক বড় হলে কোনাে গুরুত্বপূর্ণ ওয়েবপেইজ বা ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী ওয়েবপেইজ খুঁজে বের করা জটিল, কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ বিষয়। অতএব লিনিয়ার স্ট্রাকচার বড় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আদর্শ নয়।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url