HSC ICT Chapter 4 MCQ | অধ্যায় ৪ | পাঠ 5 | IP Address ও Domain Name

 

HSC ICT Chapter 4 MCQ Topic-IP Address ও Domain Name

HSC পরীক্ষার্থীদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ন। নিচে ICT এর প্রতিটি MCQ ধরে ধরে ব্যাখ্যা প্রদান করা হল।
hsc board mcq job university admission ict bd



আইপি অ্যাড্রেস ও ডােমেইন নেম

২২। একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মােট কয়টি অকটেট প্রয়ােজন? [চ.বাে: ২০১৬]
(ক) ৮
(খ) ৪
(গ) 
১৬
(ঘ) ৬৪
উত্তর: (খ) ৪
ব্যাখ্যা:
আইপি অ্যাড্রেস প্রকাশের জন্য প্রয়ােজনীয় অকটেট সংখ্যা: ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি কম্পিউটারের একটি পৃথক নিজস্ব ঠিকানা থাকে তাকে আইপি অ্যাড্রেস বলে। বর্তমানে ইন্টারনেট প্রােটোকল ভার্সন ৪ চালু আছে। এই সিস্টেমে প্রতিটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মােট ৪ টি অকটেট সংখ্যা প্রয়ােজন। সুতরাং সম্পূর্ণ ঠিকানা অর্থাৎ প্রতিটি আইপি অ্যাড্রেস (IP Address) কে প্রকাশের জন্য ৩২ বিটের প্রয়ােজন হয় অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।

২৩। IP Address কত বিটের হয়?
(ক) ৮
(খ) ১৬
(গ) ৩২
(ঘ) ৬৪
উত্তর: (গ) ৩২
Note: পূর্বের নং প্রশ্নের ব্যাখ্যা দেখুন।

২৪। একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মােট কতটি বিটের প্রয়ােজন?
[সিবাে: ২০১৯]
(ক) ৮
(খ) ৪
(গ) ৮
(ঘ) ৩২
উত্তর: (ঘ) ৩২
Note: উপরের ২২নং প্রশ্নের ব্যাখ্যা দেখুন।

২৫। আইপি এড্রেস (IPV4) কত বিটের?[চবো: ২০১৯]
(ক) ৮
(খ) ৩২
(গ) ৬৪
(ঘ) ১২৮
উত্তর: (খ) ৩২
Note: উপরের ২২নং প্রশ্নের ব্যাখ্যা দেখুন।

২৬। DNS এর পূর্ণরূপ কোনটি? (
দিবাে, ২০১৭)
(ক) Domain Name Server
(খ) Domain Name System
(গ) Domain Number System
(ঘ) Domain Number of Server
উত্তর: (খ) Domain Name System
ব্যাখ্যাঃ
Domain Name System: আইপি অ্যাড্রেস মনে রাখা বেশ কষ্টসাধ্য। ব্যাপার। আর এই কষ্টকর বিষয়টি সহজতর করার জন্য ইন্টারনেটে (DNS) নামে একটি পদ্ধতি ব্যবহার করা হয়। DNS হচ্ছে IP address এর একটি আলফানিউমেরিক (ক্যারেক্টার এবং নাম্বার সম্বলিত) ঠিকানা। DNS এর পূর্ণরূপ Domain Name System। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।

২৭। সারা বিশ্বের সকল আইপি এড্রেস ও ডােমেইন নেম নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান?
[রাববা: ২০১৯]

(ক) MICROSOFT 
(খ) ICANN
(গ) GOOGLE
(ঘ) YAHOO
উত্তর: (খ) ICANN
ব্যাখ্যা:
সারা বিশ্বের ডােমেইন নেম বা আইপি এড্রেস যে প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে তাম নাম আইসিএএনএন (ICANN) Internet corporation for Assigned Names and Numbers

২৮। ডােমইন নাম হলাে – [যবাে. ২০১৭]
(ক) ওয়েব সাইটের একটি স্বতন্ত্র নাম 
(খ) সার্ভারের নাম।
(গ) ওয়েব ফাইলের নাম
(ঘ) ফোল্ডারের নাম
উত্তর: (ক) ওয়েব সাইটের একটি স্বতন্ত্র নাম
ব্যাখ্যা:
ইন্টারনেট থেকে কোনাে ওয়েবসাইট কে অনুসন্ধান করার জন্য যে ঠিকানা ব্যবহৃত হয় তাকে ডােমেইন নেম বলে। একাধিক ওয়েবসাইটের ডােমেন নেম কখনও একই হতে পারে না। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।

২৯। IP Address এর আলফানিউমেরিক ঠিকানা কোনটি?
(ক) hHp 
(খ) Hp 
(গ) .com
(ঘ) DNS
উত্তর: (ঘ) DNS
Note: উপরের ২৬নং প্রশ্নের ব্যাখ্যা দেখুন।

৩০। আইপি এর মানে কী? [প্রকারি বেগম রােকেয়া কলেজ, রংপুর
(ক) ইন্টারনেট প্রােটকল 
(খ) ইন্টারনাল প্রােটকল
(গ) ইন্টারন্যাশনাল প্রােটকল 
(ঘ) ইন্টার প্রােটকল
উত্তর: (ক) ইন্টারনেট প্রােটকল
ব্যাখ্যা:
আইপি অ্যাড্রেস: ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটারের একটি ঠিকানা থাকে। এ ঠিকানাকে আইপি অ্যাড্রেস (IP Address) বলা হয়। আইপি অ্যাড্রেস। (IP Address) হলাে Internet Protocol Address। প্রতিটি আইপি অ্যাড্রেস ইউনিক হয় এবং আইপি অ্যাড্রেস দিয়েই এক সার্ভার আরেক সার্ভারে ডেটা ট্রান্সফার করে । অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।


৩১। http://www.yahoo.com এর সর্বশেষ অংশটির নাম কী? [ঢাবাে: ২০১৬]
(ক) প্রােটোকল
(খ) ডােমেইন নেইম
(গ) ফাইল প্রকৃতি
(ঘ) ডােমেইন প্রকৃতি
উত্তর: (ঘ) ডােমেইন প্রকৃতি
ব্যাখ্যা:
ওয়েব অ্যাড্রেস এর গঠন: ওয়েব অ্যাড্রেস এর বিভিন্ন অংশ দেখানাে হলাে: http://www.ictbd(
Domain Name).xyz(Domain type)
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।
৩২। http://www.etech.com এখানে etech দ্বারা কী বােঝানাে হয়েছে?
(ক) প্রটোকল
(খ) ফাইল
(গ) ডােমেইন নেম
(ঘ) ডাইরেক্টরি
উত্তর: (গ) ডােমেইন নেম
Note: পূর্বের নং প্রশ্নের ব্যাখ্যা দেখুন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url