HSC ICT | অধ্যায় ৪ | বরিশাল বাের্ড-২০১৯

hsc job university admission ict


প্রশ্ন নং-৬: বরিশাল বাের্ড-২০১৯

ইলা ও আনজুম দুই বান্ধবী মিলে HTML দিয়ে First, Last, Next, Previous লিংকবিশিষ্ট একটি ওয়েবসাইট তৈরি করে। ওয়েবসাইটটি দ্রুত ব্রাউজ করা গেলেও তথ্য নিয়মিত আপডেট করতে সমস্যা হওয়ায় তারা PHP, MySQL ইত্যাদি টুলস দিয়ে ওয়েবসাইটটি পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।

(ক) হাইপারলিংক কী?

(খ) ওয়েব হােস্টিং গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কর।

(গ) ওয়েব সাইটটির স্ট্রাকচার ব্যাখ্যা কর।

(ঘ) উদ্দীপকে উল্লিখিত সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ কর।

(ক)-এর উত্তরঃ

হাইপারলিংক: দুই বা ততােধিক HTML এর ডকুমেন্ট কে একত্রিত করাকে হাইপারলিঙ্ক বলে।

(খ)-এর উত্তর:

ওয়েব হােস্টিং হলাে ওয়েবসাইট বা ওয়েব পেইজ ইন্টারনেটে প্রদর্শনের জন্য প্রয়ােজনীয় প্রক্রিয়া। এ জন্য ওয়েব সাইটটিকে সার্ভারের বিশেষ কম্পিউটারে জমা রাখতে হবে। ওয়েব হােস্টিং না করলে ওয়েবসাইটটিতে কোনাে প্রবেশ থাকবে না বা এটি অন্য কেউ ব্রাউজ করতে পারবে না। তাই ওয়েব পেইজ তৈরি করার পর তা যে কোন একটি নির্ভরযােগ্য ওয়েব সার্ভারে হােস্ট করা প্রয়ােজন।

(গ)-এর উত্তর:

ওয়েব সাইটটির স্ট্রাকচার হল লিনিয়ার বা সিকুয়েন্স। যখন কোন একটি ওয়েবসাইটের পেইজগুলাে নির্দিষ্ট ক্রমানুসারে ভিজিট করার প্রয়ােজন হয় তখন সিকুয়েন্স বা লিনিয়ার স্ট্রাকচার ব্যবহার করা হয়। কোন পেইজের পর কোন পেইজ আসবে তা ওয়েব টেকনােলজি ডিজাইন করার সময় ঠিক করা হয়ে থাকে। এ ধরনের পেইজগুলােতে সাধারণত Next Previous, Last, First ইত্যাদি লিংক ব্যবহার করা হয় ।

(ঘ)-এর উত্তর:

উদ্দীপকে উল্লিখিত সিদ্ধান্তটি যৌক্তিক। HTML দিয়ে শুধু স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি গেলেও ডাইনামিক ওয়েব সাইট তৈরি করা যায় না । স্ট্যাটিক ওয়েব সাইটের অসুবিধা-

১। কনটেন্ট আপডেট করতে প্রচুর সময় লাগে।

২। ওয়েবসাইটের আকার বৃদ্ধি পেলে কনটেন্টগুলাে সহজে নিয়ন্ত্রণ করা যায় না।

৩। মানসম্মত ওয়েব পেইজ ডিজাইনিং অত্যন্ত কষ্টসাধ্য এবং সময়সাপেক্ষ। PHP, MySQL ইত্যাদি টুলস ব্যবহার করলে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা হয়। এর সুবিধা নিম্নরূপ:

যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েব টেকনােলজি লােডিং বা পেইজ চালু করার পর পরিবর্তন করা যায় তাকে ডাইনামিক ওয়েবসাইট বলে। ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য HTML ভাষার সাথে ক্রিপ্টিংভাষা ও পিএইচপি (PHP) বা এএসপি (ASP) ভাষার প্রয়ােজন হয়।

ডায়নামিক ওয়েবসাইটের বৈশিষ্টসমূহ:

• এ ধরনের ওয়েবসাইটে পরিবর্তনশীল তথ্য বা ইন্টারেক্টিভ ওয়েব পেইজ থাকে।

• রান টাইমের সময় পেইজের ডিজাইন বা কনটেন্ট পরিবর্তন হতে পারে।

ডায়নামিক ওয়েবসাইট ইন্নয়নে ডেটাবেজ ব্যবহৃত হয় এবং ডেটাবেজে কুয়েরীর মাধ্যমে বিভিন্ন পরিবর্তনশীল কন্টেন্ট তৈরি করতে পারে।

• ডায়নামিক ওয়েবসাইট খুব ঘন ঘন পেইজের ভ্যালু বা কন্টেন্ট পরিবর্তন করতে পারে এবং ব্যবহারকারীদের নিকট হতে ইনপুট গ্রহণ করতে পারে। 

• এ ধরনের ওয়েবসাইট উন্নয়নে PHP, Perl, ASP.Net, JavaScript ইত্যাদি ব্যবহৃত হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url