ABOUT

প্রকাশকের অনুমতি ছাড়া এই সাইটের কোন অংশ কোনভাবে কপি করা যাবে না। যে কোন যান্ত্রিক উপায়ে (গ্রাফিক্স, ইলেকট্রনিক, বা অন্য কোন মাধ্যম, প্রিন্ট, ই-বুক, টেপ বা পুনরুদ্ধার এর সুযোগ সংবলিত তথ্য সঞ্চয় বা জাতীয় কোন পদ্ধতি ) প্রতিলিপি করা যাবে না।এই শর্ত লঙ্ঘিত হলে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহন করা যাবে।

নির্দেশিকাঃ

ছাত্র/ছাত্রীদের অনলাইনে পড়াশোনা সম্পর্কিত ধারনা প্রদানের জন্য এই সাইটটি তৈরি করা হয়েছে। 

এই সাইটে যা যা রয়েছে নিচে প্রত্যেকটি লিস্ট আকারে দেয়া হল। 

১। ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর গনিত+বিজ্ঞান+ICT . 

২। HSC তথ্য যোগাযোগ প্রযুক্তি + Economics. 

৩। বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষার তথ্য যোগাযোগ প্রযুক্তি। 

৪। চাকরি নিয়োগ পরিক্ষার তথ্য যোগাযোগ প্রযুক্তি। 

৫। প্রতিটি বিষয়ের অধ্যায় ভিত্তিক আলোচনা ।

৬। বোর্ড পরিক্ষার প্রশ্ন এবং উত্তর। 

৭। ২০ হাজার MCQ প্র্যাকটিস। 

৮। প্রতি অধ্যায়ের টপিক ভিত্তিক ভিডিও।

৯। প্রতি অধ্যায়ের টপিক ভিত্তিক শিট। 

১০। প্রতি অধ্যায়ের টপিক ভিত্তিক প্রশ্ন প্র্যাকটিস। 

১১। আধুনিক টেকনোলোজি সম্পর্ক্যে ধারণা। 

১২। ফ্রিল্যান্সিং 

১৩। ICT সমস্যার সমাধান। 

১৪। Android App Development. 

১৫। Photoshop Learning

১৬। Illustrator Learning.

১৭। Microsoft Office.

১৮। Video Editing.

আরও অনেক অনেক ফিচার যা আপনাদের করে তুলবে দক্ষ জনশক্তিতে। 

আপনার কাছে সাইটটি ভাল লাগলে অনুগ্রহ করে শেয়ার করে দিন । ধন্যবাদ 😊



সমন্বয় করেছেন!

আসাদুজ্জামান মিরন

COO: (ফিনিক্স-উল্লাস) শিক্ষা পরিবার
Lecturer HSC & ADMISSION-ICT
Class Six to SSC Math-Science-ICT
Experience: 9+ Years
CEO: NrrIIT Solutions
Founder & CEO-নৃ কস্টিউমস
Part Time Freelancer (Fiverr,Upwork )


Expert: Digital Marketing, Graphics Design & Web Design- Development
Knowledge About: SEO(Search Engine Optimization )
HTML, CSS, JAVA Script, Bootstrap 
Illustrator, Photoshop, Premiere Pro
 WordPress, JAVA, C++, Oracle ,
বিবিএ,এমবিএ( ঢাকা বিশ্ববিদ্যালয় )
পিজিডি-বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল