HSC ICT | অধ্যায় ৪ | যশাের বাের্ড-২০১৯

 

hsc job university admission ict

 প্রশ্ন নং-৪: যশাের বাের্ড-২০১৯




(ক) ব্রাউজার কী?
(খ) “আইপি ঠিকানা হচ্ছে ডােমেইন নেইম এর গাণিতিক রূপ” ব্যাখ্যা কর।
(গ) দৃশ্যকল্প-৩ ওয়েব পেজে প্রদর্শনের জন্য HTML কোড লিখ।
(ঘ) দৃশ্যকল্প-১ এবং দৃশ্যকল্প-২ এর ওয়েবসাইট কাঠামাের মধ্যে কোনটি অধিক সুবিধাজনক যুক্তিসহ লিখ।

(ক)-এর উত্তর:
ব্রাউজার: যে সফটওয়্যার ইন্টারনেটের ইনফরমেশন বা web page প্রদর্শনের কাজ করে তাকে ওয়েব ব্রাউজার বলে।

(খ)-এর উত্তর:
ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটারের একটি ঠিকানা থাকে । এ ঠিকানাকে আইপি এড্রেস (IP Address) বলা হয়। আইপি অ্যাড্রেস (IP Address) হল Internet Protocol Address. প্রতিটি আইপি অ্যাড্রেস ইউনিক হয় এবং আইপি অ্যাড্রেস দিয়েই এক সার্ভার আরেক সার্ভারে ডাটা ট্রান্সফার করে। আইপি এ্যাড্রেসে থাকছে চারটি অকটেট বা 32-বিট । প্রতিটি অকটেট (ডট) দ্বারা পৃথক থাকে। প্রথম দুটি অকটেট নেটওয়ার্ক আইডি ও পরের দুটি অকটেট হােস্ট আইডি প্রকাশ করে। একটি আইপি অ্যাড্রেস তিনভাবে প্রকাশ করা যেতে পারেঃ

ডটেড ডেসিম্যাল 203.91.139.2
বাইনারি 1100 1011.101 1011.10001011.10
হেক্সাডেসিম্যাল – CB: 5B ; 8B : 2

এভাবে আইপি এ্যাড্রেসের জন্য সংখ্যা মনে রাখা কষ্টকর। তাই মনে রাখার জন্য ডােমেইন নেম ব্যবহার করা হয়। আইপি অ্যাড্রেসকে সহজে ব্যবহারযােগ্য করার জন্য ইংরেজি অক্ষরের কোন নাম ব্যবহার করা হয়। ক্যারেক্টার ফর্মের দেয়া কম্পিউটারের এরূপ নামকে ডােমেইন নেম বলা হয়। যেমন, আইপি এ্যাড্রেস 173.248.140,183 এর পরিবর্তে www.ictbd.xyz ডােমেইন নেম ব্যবহার করা যায়।

(গ)-এর উত্তর:
দৃশ্যকল্প-৩ ওয়েব পেজে এ প্রদর্শনের জন্য HTML কোড নিম্নরূপ:

<!DOCTYPE html>
<html>

<head>

<title>HTML Code</title>
</head>

<body>

<table border="1" width="400" style="text-align: center;">

<caption >Student-Info</caption>
<tr>

<th>Roll</th>
<th>Name</th>
<th>Address</th>
<th>Result</th>

</tr>
<tr>

<td>5001</td>
<td>Rima</td>
<td>Dhaka</td>
<td>3.5</td>

</tr>
<tr>

<td>5002</td>
<td>Moon</td>
'<td>Sylhet</td>
<td>4.7</td>

</tr>
<tr>

<td>5003</td>
<td>Jui</td>
<td>Dhaka</td>
<td>5.0</td>

</tr>
<tr>

<td>5004</td>
<td>Koli</td>
<td>Camilla</td>
<td>3.8</td>

</tr>
</table>
</body>
</html>

(ঘ)-এর উত্তর:
দৃশ্যকল্প-১ এর স্ট্রাকচার হলাে সিকুয়েন্স বা লিনিয়ার। দৃশ্যকল্প-২ এর স্ট্রাকচার হলাে ট্রি বা হায়ারারকিক্যাল। ওয়েবসাইট কাঠামাের মধ্যে ট্রি স্ট্রাকচার অধিক সুবিধাজনক। কারণ এই কাঠামােতে ব্যবহারকারী হােম পেজে অবস্থান করে। হােম পেজে সাব মেনু ও অন্যান্য পেজের লিংক থাকে। এই পদ্ধতি ব্যবহার করে ওয়েবসাইট কে বিভিন্ন অংশে ভাগ করা যায় যার মাধ্যমে ওয়েব সাইটের ভিজিটররা সহজেই বুঝতে পারে কোন অংশে তার প্রয়ােজনীয় তথ্যগুলাে রয়েছে। এই পদ্ধতিতে ওয়েব সাইটের বিভিন্ন শাখাগুলােকে। আলাদা আলাদা ভাবে লিংক করা হয়ে থাকে। এ ধরনের স্ট্রাকচার ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীরা তথ্য গ্রহণের ক্ষেত্রে অতিরিক্ত স্বাধীনতা পেয়ে থাকেন। লিংকের মাধ্যমে তাদের প্রয়ােজন। অনুযায়ী সহজেই ওয়েব সাইটের এক পেজ থেকে অন্য পেজে ব্রাউজ করতে পারে। কিন্তু লিনিয়ার/সিকুয়েন্স ধরনের পেইজগুলােতে সাধারণত Next, Previous, Last, First ইত্যাদি লিংক ব্যবহার করা হয়। সিকুয়েন্স অনুযায়ী এক্ষেত্রে একপেজ হতে অন্য পেজে যাওয়া যায় ও Back করা যায়।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url