HSC ICT Chapter 4 MCQ | অধ্যায় ৪ | পাঠ 4 | ওয়েবসাইটের কাঠামাে

HSC ICT Chapter 4 MCQ Topic-ওয়েবসাইটের কাঠামাে

HSC পরীক্ষার্থীদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ন্য। নিচে ICT এর প্রতিটি MCQ ধরে ধরে ব্যাখ্যা প্রদান করা হল।
hsc board mcq job university admission ict bd


ওয়েবসাইটের কাঠামাে
১৯। ওয়েবসাইটের হায়ারারকিক্যাল কাঠামাে কী? [রা.বাে: ২০১৬]
(ক) হােমপেজ নির্ভর ওয়েবসাইট
(খ) প্রতি পেজের সাথে লিংক
(গ) ওয়েবভিত্তিক যােগাযােগ
(ঘ) দুটি পেজের মধ্যে লিংক
উত্তর: (ক) হােমপেজ নির্ভর ওয়েবসাইট
ব্যাখ্যা:
ওয়েবসাইটের হায়ারারকিক্যাল কাঠামাে: হায়ারারর্কিকাল, ওয়েব সাইট কাঠামােতে ব্যবহারকারী হােম পেইজে ল্যান্ড করে। হােম পেইজে সাব মেনু ও অন্যান্য পেইজের লিংক থাকে। বিস্তারিত তথ্যের জন্য হােম পেইজে লিংক ব্যবহার করে পরবর্তী পেইজগুলােতে যাওয়া যায়। অতএব প্রশ্নটির সঠিক উত্তর (ক)।
২০। কোন ওয়েব স্ট্রাকচারে ওয়েব পেইজগুলাে পরস্পরের সাথে যুক্তথাকে? 
(ক) লিনিয়ার
(খ) ট্রি 
(গ) ওয়েব লিংকড
(ঘ) হাইব্রিড
উত্তর: (গ) ওয়েব লিংকড
ব্যাখ্যাঃ
ওয়েব লিংকড স্ট্রাকচার: যে ধরনের ওয়েবসাইট কাঠামােতে সবগুলাে পেইজের একে অপরের সাথে লিংক থাকে তাকে নেটওয়ার্ক কাঠামাে ওয়েব লিংকড কাঠামাে বলে। এতে একটি মেইন পেজের সাথে যেভাবে অন্যান্য পেজের লিংক থাকে ঠিক তেমনি অন্যান্য পেজের সাথেও মেইন পেইজের লিংক থাকে। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।
| Page-1||Page-2|| Page-3]
২১। উদ্দীপকের স্ট্রাকচারটি কোন ধরনের?
(ক) হায়ারার্কিক্যাল
(খ) লিনিয়ার
(গ) নেটওয়ার্ক
(ঘ) মিশ্র 
উত্তর: (খ) লিনিয়ার
লিনিয়ার স্ট্রাকচারঃ ওয়েব লিংক, অ্যাকসেস মােড এবং ওয়েব সাইটের বৈশিষ্ট্য অনুসারে ওয়েব সাইটের কাঠামােকে চার ভাগে ভাগ করা যায়।
i. সিকুয়েন্স সাইট স্ট্রাকচার
ii. ট্রি বা হায়ারার্কিক্যাল সাইট স্ট্রাকচার
iii. ওয়েব লিংকড বা নেটওয়ার্ক স্ট্রাকচার
iv. হাইব্রিড বা কম্বিনেশন স্ট্রাকচার
সিকুয়েন্স সাইট স্ট্রাকচার দুই ধরনের। যথা:
i. স্ট্রেইট লিনিয়ার সিকুয়েন্স: এক্ষেত্রে পেজগুলােকে ধারাবাহিকভাবে লিংক করা থাকে। এতে সাহায্যকারী কোনাে আলাদা পেজ থাকে না।
| Page-1]| Page-2] | Page-3 ||
ii. লিনিয়ার সিকুয়েন্সঃ এক্ষেত্রে ও পেজগুলাে একটির পর একটি ধারাবাহিক ভাবে সংযুক্ত থাকে। তবে এক্ষেত্রে একটি পেজের কোনাে শব্দের সাথে। হাইপারলিংকের মাধ্যমে ঐ শব্দের বর্ণনা অন্য পেজে সংযুক্ত করা থাকে। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url