HSC ICT Chapter 1 বিগত সালের প্রশ্ন ১৬/১৭/১৮/১৯ সকল বোর্ড MCQ

HSC ICT Chapter 1  বিগত পরীক্ষার সকল বাের্ডের MCQ প্রশ্ন ও সমাধান

HSC পরীক্ষার্থীদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ । নিচে ICT এর প্রতিটি বিষয় ধরে ধরে ব্যাখ্যা প্রদান করা হল। 

hsc board mcq job university admission ict bd


1. বিভিন্ন জটিল রােগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি কাজ করছে? [DHA-191

A.বায়ােইনফরমেটিক্স 

B.ন্যানােটেকনােলজি

C.জেনেটিক ইঞ্জিনিয়ারিং 

D. ক্রায়ােসার্জারি

ANSWER: D. ক্রায়ােসার্জারি

2. জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়ােগ হলাে- [CHI-19]

A. বায়ােইনফরমেটিক্স 

B.জেনেটিক ইঞ্জিনিয়ারিং 

C.ক্রায়ােসার্জারি

D.বায়ােমেট্রিক্স

ANSWER: A. বায়ােইনফরমেটিক্স  


3. টপ ডাউন পদ্ধতিতে কোনাে জিনিসকে নির্দিষ্ট আকারে দেওয়া হয়। এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি? [CHI-19]

A.বায়ােমেট্রিক্স

B.বায়ােইনফরমেটিক্স

C.জেনেটিক ইঞ্জিনিয়ারিং 

D. ন্যানােটেকনােলজি

ANSWER: D. ন্যানােটেকনােলজি


4. বায়ােমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্য- [COM-19]

A. কী স্ট্রোক

B.DNA গঠন

C.রেটিনা স্ক্যান

D.মুখমন্ডল শনাক্তকরণ

ANSWER: A. কী স্ট্রোক


5. এনক্রিপশন করার পূর্বে মূল মেসেজ বা মানুষের পাঠযােগ্য- [COM-19]

A.সাইফারটেক্সট

B. প্লেইনটেক্সট

C.এনক্রিপশন অ্যালগরিদম 

D. কী

ANSWER: B. প্লেইনটেক্সট


6. ক্রায়ােসার্জারি চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত হয়- [COM-19]

A. আর্গন

B.কার্বন মনােঅক্সাইড

C.কঠিন নাইট্রোজেন

D.ডাই মিথাইল ইথেন

ANSWER: A. আর্গন


7. ক্রায়ােসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান- [JES-19]

A.অক্সিজেন

B.নাইট্রোজেন

C.হাইড্রোজেন

D. মিথেন

ANSWER: D. মিথেন


8. জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কে?

[BAR-19]

A. Jack Williamson 

B. E. Coli

C:Paul Berg

D. Stanley Cohen

ANSWER: A. Jack Williamson 


9. দশ ন্যানােমিটার = কত মিটার? [BAR-19]

A. 10-11

B. 10-10

C:10-9

D. 10-8

ANSWER: D. 10-8


10. কাজের প্রয়ােজনে রােবটকে কত ডিগ্রি কোণ পর্যন্ত ঘুরানাে যায়? [ RAJ-19]

A.৯০°

B.১৮০°

C.২৭০°

D. ৩৬০°

ANSWER: D. ৩৬০°


11. মাইক্রোওয়েভ প্রযুক্তির অসুবিধা দূর করতে কোন প্রযুক্তি আবশ্যক? [RAJ-19]

A.ইনফ্রারেড

B.জিপিএস

C.রেডিও ওয়েভ

D. কৃত্রিম উপগ্রহ

ANSWER: D. কৃত্রিম উপগ্রহ


12. নেটভিত্তিক অন্যের তথ্যকে নিজের নামে চালিয়ে দেয়াকে কী বলে? [DIN-19]

A.হ্যাকিং

B.ফিশিং

C.সিকিং

D. প্লেজিয়ারিজম

ANSWER: D. প্লেজিয়ারিজম


13. মলিকুলার কম্পােনেন্ট থেকে তৈরি অবজেক্টকে কী বলে? [DIN-19]

A. বায়ােমেট্রিক্স

B,জেনেটিক ইঞ্জিনিয়ারিং 

C. ন্যানােটেকনােলজি

D.বায়ােইনফরমেটিক্স

ANSWER: C. ন্যানােটেকনােলজি


14. মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি? [SYL-19]

A.বায়ােমেট্রিক্স

B.বায়ােইনফরমেটিক্স

C. কৃত্রিম বুদ্ধিমত্তা

D.ভার্চুয়াল রিয়েলিটি

ANSWER: C. কৃত্রিম বুদ্ধিমত্তা


15. কম্পিউটার ইথিকস এর নির্দেশনা কয়টি? [SYL-19]

A.৮

B. ১০

C.১২

D.১৪

ANSWER: B. ১০


16. আণবিক পর্যায়ে ধাতব পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণের প্রযুক্তি কোনটি? সমন্বিত বাের্ড-১৮]

A.রােবটিক্স

B. ন্যানাে টেকনােলজি 

C.বায়ােমেট্রিক্স

D.জেনেটিক ইঞ্জিনিয়ারিং 

ANSWER: B. ন্যানাে টেকনােলজি 


17. ন্যানাে বুঝায় কোনটি? [DHA-17]

A.১০৬

B. ১০৯

C.১০-১২

D.১০-১৫

ANSWER: B. ১০৯


18. মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি? [DHA-17]

A. রােবটিক্স

B.ভার্চুয়াল রিয়েলিটি

C.ন্যানােটেকনােলজি

D.কৃত্রিম বুদ্ধিমত্তা

ANSWER: A. রােবটিক্স


19. ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযােগকে কী বলা হয়? [CHI-17]

A. ই-কমার্স

B.আউটসাের্সিং

C.ই-জিনেস

D.ই-গভর্নেন্স

ANSWER: A. ই-কমার্স


20. কোন পদ্ধতিতে Actuator ব্যবহৃত হয়? [CHI-17]

A.জেনেটিক ইঞ্জিনিয়ারিং

B.ন্যানাে টেকনােলজি 

C. রােবটিক্স

D.বায়ােইনফরমেটিক্স

ANSWER: C. রােবটিক্স


21. কম্পিউটার সিমুলেশন প্রয়ােগের ক্ষেত্র কোনটি? [CHI-17]

A.ক্রায়ােসার্জারি

B. ভার্চুয়াল রিয়েলিটি 

C.ইন্টারনেট

D.ভিডিও কনফারেন্সিং

ANSWER: B. ভার্চুয়াল রিয়েলিটি 


22. উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? [CHI-17]

A.বায়ােমেট্রিক্স

B.ভার্চুয়াল রিয়েলিটি

C.ন্যানাে টেকনােলজি

D. জেনেটিক ইঞ্জিনিয়ারিং

ANSWER: D. জেনেটিক ইঞ্জিনিয়ারিং


23. ফটোডিটেক্টরের কাজ কী? [CHI-17]

A.অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করা 

B.ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করা

C.বিদ্যুৎ শক্তিকে আলােক শক্তিতে রূপান্তরিত করা

D. আলােক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা

ANSWER: D. জেনেটিক ইঞ্জিনিয়ারিং


24. কোনটি আউটসাের্সিং এর মার্কেটপ্লেস? [COM-17]

A.টুইটার

B.মাইস্পেস

C. ওডেস্ক

D.ডিগ

ANSWER: C. ওডেস্ক


25. জিন ফাইন্ডিং গবেষণায় কী ব্যবহৃত হয়?

A. বায়ােমেট্রিক্স

B. বায়াে ইনফরমেটিক্স 

C.জেনেটিক ইঞ্জিনিয়ারিং

D.ন্যানাে টেকনােলজি

ANSWER: B. বায়াে ইনফরমেটিক্স 


26. কোন উপাদানটি Global village এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ?

[JES-17]

A. ইন্টারনেট

B,সংবাদপত্র

C.টেলিভিশন

D.মােবাইল

ANSWER: A. ইন্টারনেট

27. ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা পরিচালনা করাকে কী বলে?

[JES-17]

A.ই-মেইল

B. ই-কমার্স

C.ই-ট্রেড

D.ই-গভর্নেন্স

ANSWER: B. ই-কমার্স


28. এক ন্যানােমিটার সমান কত মিটার?

[JES-17, 16, BAR-17, COM-16]

A.১০-৬

B.১০-৭

C.১০-৮

D. ১০৯

ANSWER: D. ১০৯

 

29. ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি কোনটি?

[RAJ-17]

A.বায়ােইনফরমেটিক্স 

B. বায়ােমেট্রিক্স

C.ন্যানােটেকনােলজি

D.রােবােটিক্স

ANSWER: B. বায়ােমেট্রিক্স


30. কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়?

DIN-17|

A. ত্রিমাত্রিক সিমুলেশন

B.দ্বিমাত্রিক সিমুলেশন 

C.হ্যান্ড জিওমেট্রি

D.বায়ােলজিক্যাল ডেটা।

ANSWER: A. ত্রিমাত্রিক সিমুলেশন


31, কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধানত ব্যবহৃত হয় কোনটি?

[DIN-17]

A.PYTHON

B.HTML

C.COBOL

D. PROLOGC

ANSWER: D. PROLOGC


32. খাদ্যজাত দ্রব্যের মান সঠিক রাখার জন্য প্যাকেটের ভিতর প্রলেপ করার প্রযুক্তি কী?

[SYL-17]

A.রােবটিক্স।

B.বায়ােমেট্রিক্স

C.বায়ােইনফরমেটিক্স

D. ন্যানাে টেকনােলজি

ANSWER: D. ন্যানাে টেকনােলজি


33. বিশ্বগ্রাম ধারণাটির প্রবক্তা কে?

DHA-161

A.ডেমিয়েন ব্রডরিক

B. মার্শাল ম্যাকলুহান

C.জন ম্যাকার্থি

D.অ্যান্টোনিন আরচিউড

ANSWER: B. মার্শাল ম্যাকলুহান


34. বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিষয়টি বিশেষভাবে সম্পৃক্ত?

[DHA-16]

A.গ্রামের সাথে শহরের সহজ যােগাযােগ

B. ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার

C.বিশ্বব্যাপী গ্রামকে নগরে পরিবর্তন

D.শিক্ষার অবাধ সুযােগ-সুবিধার বিস্তার

ANSWER: B. ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার


35. আউটসাের্সিং কী?

[DHA-16]

A.নির্দিষ্ট শ্রম ঘণ্টায় কাজ করা 

B. ইন্টারনেটভিত্তিক কাজ 

C.বিশেষ ব্রাউজিং সুবিধা 

D.বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবস্থা

ANSWER: B. ইন্টারনেটভিত্তিক কাজ 


36. কোনটি ক্রায়ােসার্জারীর সাথে সম্পর্কিত?

[DHA-16]

A.ফাজি লজিক

B.বিশেষ ধরনের গ্লাভস 

C. নাইট্রোজেন

D.নেভিগেশন

ANSWER: C. নাইট্রোজেন


37. বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি?

[CHI-16]

A.হার্ডওয়্যার

B.সফটওয়্যার

C. কানেকটিভিটি

D.ডেটা

ANSWER: C. কানেকটিভিটি

 

38. বিশ্বগ্রামের ধারণাটি সর্বপ্রথম প্রবর্তন করেন-[COM-16]

A. মার্শাল ম্যাকলুহান

B.মার্ক জুকারবার্গ

C.বিল গেটস

D.টিম বার্নাস লি

ANSWER: A. মার্শাল ম্যাকলুহান


39. রােবটিক্স কী?[COM-16]

A. রােবটবিজ্ঞান

B,রােবটের ক্রিয়ানীতি

C.শিল্পে ব্যবহৃত রােবট 

D.রােবট তৈরিতে ব্যবহৃত ভাষা

ANSWER: A. রােবটবিজ্ঞান


40. সাধারণভাবে ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ হলাে-[COM-16]

A.একমাত্রিক

B.দ্বি-মাত্রিক

C. ত্রি-মাত্রিক

D.চতুর্মাত্রিক

ANSWER: C. ত্রি-মাত্রিক


41. কোন প্রযুক্তির সাহায্যে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়?[COM-16]

A.ন্যানােটেকনােলজি

B. বায়ােমেট্রিক্স

C.জেনেটিক ইঞ্জিনিয়ারিং 

D.বায়ােইনফরমেটিক্স

ANSWER: B. বায়ােমেট্রিক্স


42. ভার্চুয়াল রিয়েলিটিতে কত মাত্রিক জগত তৈরি হয়?[JES-16]

A.একমাত্রিক

B.দ্বিমাত্রিক

C. ত্রিমাত্রিক

D.চতুর্মাত্রিক

ANSWER: C. ত্রিমাত্রিক


43. ই-কমার্স এর অন্তর্ভুক্ত নয়-[JES-16]

A.বিপণন

B.সরবরাহ

C.লেনদেন

D. প্রচার

ANSWER: D. প্রচার


44, ন্যানাে অবজেক্ট তৈরি করা হয় কোথা থেকে?[JES-16]।

A. মলিকুলার কম্পােনেন্ট থেকে

B.লার্জার এন্টিটি হতে 

C.সাইনিং-এর মাধ্যমে 

D.প্রােগ্রামিং দ্বারা

ANSWER: A. মলিকুলার কম্পােনেন্ট থেকে


45. ক্রায়ােসার্জারি ব্যবহৃত হয়-

[JES-16]

A.প্লাস্টিক সার্জারিতে 

B.হার্টের বাইপাসে

C.চোখের লেন্স প্রতিস্থাপনে 

D. লিভার ক্যান্সারে

ANSWER: D. লিভার ক্যান্সারে


46. কোন প্রযুক্তির সাহায্যে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়?

[BAR-16]।

A.ন্যানাে টেকনােলজি

B. বায়ােমেট্রিক্স

C.জেনেটিক ইঞ্জিনিয়ারিং 

D.বায়ােইনফরমেটিক্স

ANSWER: B. বায়ােমেট্রিক্স


47. কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়?

[BAR-16]

A.বায়ােমেট্রিক্স

B.বায়ােইনফরমেটিক্স 

C. রােবােটিক্স

D.ন্যানাে টেকনােলজি

ANSWER: C. রােবােটিক্স


48. কোনটি রােবটের ব্যবহার?

[RAJ-16]।

A. জটিল সার্জারী চিকিৎসায় 

B.ব্যক্তির স্বাক্ষর শনাক্তকরণে 

C.নতুন জাতের বীজ উৎপাদনে 

D.টেনিস বলের আকৃতি তৈরিতে

ANSWER: A. জটিল সার্জারী চিকিৎসায় 


49. ভার্চুয়াল রিয়েলিটিতে কী ধরনের ইমেজ তৈরি হয়?

[RAJ-16].

A.এক-মাত্রিক

B.দ্বি-মাত্রিক

C. ত্রি-মাত্রিক

D.বহুমাত্রিক

ANSWER: C. ত্রি-মাত্রিক


50. পেজিয়ারিজম কোন অপরাধের সাথে জড়িত?

[DIN-16]

A. অন্যের লেখা চুরি

B.সফটওয়্যার পাইরেসি

C.কপিরাইট লংঘন

D.আইডেন্টিটি চুরি

ANSWER: A. অন্যের লেখা চুরি


51. নিচের কোনটিতে জীববিজ্ঞানের সাথে ডেটাবেজ, অ্যালগরিদম, পরিসংখ্যান ইত্যাদি বিষয়ের সমন্বয় হয়েছে?

[SYL-16]

A.বায়ােমেট্রিক্স

B.রােবটিক্স

C. বায়ােইনফরমেটিক্স 

D.জেনেটিক ইঞ্জিনিয়ারিং

ANSWER: C. বায়ােইনফরমেটিক্স 


52. কোনটি ডিএনএ-এর নতুন সিকুয়েন্স তৈরির প্রযুক্তি?

[SYL-16]

A.ন্যানােটেকনােলজি 

B.জেনেটিক ইঞ্জিনিয়ারিং 

C.বায়ােমেট্রিক্স

D. বায়ােইনফরমেটিক্স

ANSWER: D. বায়ােইনফরমেটিক্স


53. হ্যাকার বলা হয় কাদেরকে? [SYL-16]

A.যারা পণ্য বাজারজাত করে।

B.যারা সংবাদপত্র বাজারজাত করে।

C. যারা ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারে অবৈধভাবে প্রবেশ করে 

D.যারা ইন্টারনেট ব্যবহার করে

ANSWER: C. যারা ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারে অবৈধভাবে প্রবেশ করে 


54. বিশ্বগ্রামের কারণে- [SYL-16]

A. বাস্তব সামাজিক যােগাযােগ হ্রাস পায়।

C.পারস্পরিক যােগাযােগ হ্রাস পায়

B.সহনশীলতা হ্রাস পায়

D.সহানুভূতি ও সহমর্মিতা হ্রাস পায়।

ANSWER:A. বাস্তব সামাজিক যােগাযােগ হ্রাস পায়।


Next Post Previous Post
1 Comments
  • Unknown
    Unknown January 18, 2022 at 8:53 PM

    Thank you very much i am very happy that i can answer all mcq

Add Comment
comment url