HSC ICT | অধ্যায় ৪ | কুমিল্লা -২০১৯
প্রশ্ন নং-৩: কুমিল্লা -২০১৯
আইসিটি শিক্ষক ক্লাসে html পড়াচ্ছিলেন। তিনি ছাত্রদের টেবিলটির ফাঁকা ঘরে Logo.jpg চিত্রটি প্রদর্শনসহ সম্পূর্ণ টেবিলটি তৈরির html code লিখে দেখালেন।
তারপর ছাত্রদের নিচের অনুচ্ছেদটির মত আউটপুট পাওয়ার জন্য html code লিখতে বললেন :
(ক) সার্চ ইঞ্জিন কী?
(খ) IP অ্যাড্রেসের চেয়ে ডােমেইন নেম ব্যবহার করা সুবিধাজনক ব্যাখ্যা কর।
(গ) ছাত্রদের html code কেমন তা দেখাও।
(ঘ) উদ্দীপকের ফাকা ঘরে ছবিটি সংযােজনের ক্ষেত্রে সাবধানতা উল্লেখপূর্বক টেবিলটি তৈরির html কোড লিখ।
(ক)-এর উত্তরঃ
সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন হচ্ছে এমন এক ধরনের টুল যার সাহায্যে ইন্টারনেটের অজস্র ওয়েব সার্ভার থেকে সহজেই যেকোনো তথ্য খুজে বের করা যায়।
(খ)-এর উত্তর:
আইপি নেটওয়ার্ক তথ্য ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি কম্পিউটারের একটি পৃথক নিজস্ব ঠিকানা থাকে, তাকে আইপি এড্রেস বলে। তথ্য আদান-প্রদানে সাধারণত আইপি এড্রেস ব্যবহৃত হয়ে থাকে। সাধারণ ব্যবহারীগণ আইপি এড্রেসের মাধ্যমে তথ্যাবলি গ্রহণ ও প্রেরণ করে থাকেন। আইপি এড্রেসকে বিভিন্ন ক্যারেক্টারের সাহায্যে চিহ্নিত না করে নম্বরের সাহায্যে চিহ্নিত করা হয়। যেমন-১৯২.১৬৮.০.১২৫ একটি আইপি এড্রেস। তবে এভাবে নম্বর মনে রাখা সহজ না তাই ডােমেইন নাম ব্যবহার করা হয়।
(গ)-এর উত্তর:
ছাত্রদের html কোড নিম্নরূপ:
<!DOCTYPE html>
<html>
<head>
<title>HTML Code</title>
</head>
<body>
<p><strong>Quick</strong>brown.<u>fox</u></p>
<p><del>Jumps over</del> the lazy <sup>dog</sup></p>
<p>and <sub>then</sub><strong><i>it fall</i></strong></p>
<p><u><i>prey</i> to a lion.</ u></p>
</body>
</html>
(ঘ)-এর উত্তর:
উদ্দীপকের ফাঁকা ঘরে ছবিটি সংযােজনের ক্ষেত্রে টেবিলটি তৈরির html কোড নিম্নরূপ:
<!DOCTYPE html>
<html>
<head>
<title>HTML Code</title>
</head>
<body>
<table border="1" height="400" width="500" style="text-align: center;">
<tr>
<td>A</td>
<td colspan="2">B</td>
</tr>
<tr>
<td>C</td>
<td>D</td>
<td rowspan="2" width="200"> <img src="Water lily.jpeg"></td>
</tr>
<tr>
<td>E</td>
<td>F</td>
</tr>
</table>
</body>
</html>