HSC ICT | অধ্যায় ৪ | রাজশাহী বাের্ড-২০১৯

 

hsc job university admission ict

প্রশ্ন নং-২: রাজশাহী বাের্ড-২০১৯

(ক) ওয়েসাইট কী?

(খ) ডােমেইন নেম অদ্বিতীয়-ব্যাখ্যা কর।

(গ) দৃশ্যকল্প-১ এর প্রথম লাইন সবচেয়ে বড়, দ্বিতীয় লাইন সবচেয়ে ছােট হেডিং এবং তৃতীয় লাইন প্যারাগ্রাফ নিয়ে HTML কোড লিখ।

(ঘ) দৃশ্যকল্প- ২ এর টেবিল তৈরির HTML কোড লিখ যেখানে, Book এ ক্লিক করলে Book.com ওয়েবসাইটটি চালু হবে।

(ক)-এর উত্তর:

ওয়েবসাইট: একই ডােমেইনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে।

(খ)-এর উত্তর:

ডােমনে নেইম হচ্ছে ইন্টারনেটে এক বা একাধিক আইপি অ্যাড্রেসকে সনাক্তকরণের জন্য একটি অদ্বিতীয় আলফানিউমেরিক (ক্যারেক্টর এবং নাম্বার সম্বলিত) ঠিকানা। যেমন shikkha.org একটি ডােমেইন নেইম। এই ডােমেইন নেইম ব্যবহার করে 172.168.10.1 আইপি নাম্বার কম্পিউটারকে খুঁজে বের করা যায়। অন্যভাবে বলা যায় যে, ওয়েব সাইটের মাধ্যমে ইন্টারনেটে উপস্থিতি কিংবা তথ্য আদান-প্রদান করার জন্য একটি অদ্বিতীয় ঠিকানা প্রয়ােজন যা ডােমেইন নেইম হিসাবে পরিচিত। কোনাে ব্যক্তি বা প্রতিষ্ঠান ইন্টারনেটে তাদের ওয়েবসাইট প্রদর্শন বা উপস্থিতির জন্য ডােমেইন রেজিস্ট্রেশন করে থাকে। তাছাড়া ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্রান্ড (Brand) ইমেজ প্রতিষ্ঠা করা, অনলাইনে সর্বদা উপস্থিতি, ব্যবসায় প্রতিযােগীতমূলক সুবিধা অর্জন ইত্যাদি কাজের জন্য নিজস্ব হােম বা ওয়েব সাইট প্রকাশ করার জন্য ডােমেইন রেজিস্ট্রেশন করা প্রয়ােজন। ডােমেইন নেইম এর বিভিন্ন অংশ থাকে। যথা- রুট লেভেল (root level), সেকেন্ড লেভেল (second level) ইত্যাদি। ডােমেইন নেইমের রুট লেভেল অংশ থেকে ডােমেইনের ধরন বুঝা যায়। যেমন- com থাকলে কমার্শিয়াল প্রতিষ্ঠান, .edu। থাকলে শিক্ষা প্রতিষ্ঠান, .net থাকলে নেটওয়ার্ক, .org থাকলে প্রতিষ্ঠান ইত্যাদি।

(গ)-এর উত্তর:

দৃশ্যকল্প-১ এর html কোড নিম্ন্রুপ :

<!DOCTYPE html>

<html>

        <head> 

        <title>HTML Code</title>

        </head>

<body>

        <table border="1" width="350" style="text-align: center;">

        <tr>

        <td>

        <h1>WELCOME ICT LAB</h1>

        <h2>WELCOME ICT LAB</h2>

        <p>A<sub>2</sub>B<sup>2</sup></p>

        </td>

        </tr>

        </table>

</body>

</html>

(ঘ)-এর উত্তর:

দৃশ্যকল্প-২ এর টেবিল তৈরির html কোড নিম্নরূপ, যেখানে Book এ Click করলে Book.com ওয়েবসাইটটি চালু হবে।

<!DOCTYPE html>

<html>

<head>

        <title>HTML Code</title>

</head>

<body>

        <table border="1" height="300" width="400" style="text-align: center;">

        <tr>

        <td> <a> href="https://www.book.com/">Book</a> </td>

        <td width="200"> <img src="book.jpeg"> 

        <p>Book.jpg</p>

         </td>

        </tr>

        </table>

</body>

</html>

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url