HSC ICT | অধ্যায় ৪ | ঢাকা বোর্ড-২০১৯
(ক) FTP কি?
(খ) ওয়েবসাইট ও ওয়েবপেইজ এক নয়- ব্যাখ্যা কর।
(গ) চিত্র-১ এ কোন ধরনের ওয়েবসাইট স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে? ব্যাখ্যা করা।
(ঘ) চিত্র-২ ওয়েব ব্রাউজারে প্রদর্শনের জন্য html কোড লিখ।
(ক)-এর উত্তর:
এফটিপি (FTP): File Transfer Protocol এর সংক্ষিপ্ত রূপ হলো এফটিপি (FTP)। এটি ইন্টারনেট মাধ্যম ব্যবহার করে ফাইল আদান- প্রদানের জন্য ব্যবহৃত প্রােটোকল (Protocol)।
(খ)-এর উত্তর:
ইন্টারনেট তথ্য ওয়েবে যে কেউ তথ্য রাখতে পারে এসব তথ্য হতে পারে লেখা, অডিও, ভিডিও, স্থির চিত্র, এনিমেশন ইত্যাদি। ওয়েবে এসব তথ্য রাখার পেইজকে বলে ওয়েবপেইজ। সুতরাং আমরা বলতে পারি, ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার উপযােগী ইন্টারনেটের সাথে সংযুক্ত বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে ওয়েবপেইজ বলে। ওয়েবপেইজকে আবার ওয়েব ডকুমেন্টও বলে। এক বা একাধিক ওয়েবপেইজের সমন্বয়ে ওয়েব প্রেজেন্টেশন বা ওয়েবসাইট তৈরি হয়। সুতরাং একই ডােমেইনের অধীনে পরস্পর সংযােগযােগ্য একাধিক ওয়েবপেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। সুতরাং, ওয়েবপেইজ হল ওয়েবসাইটের একটি অংশ।
উদ্দীপকে উল্লেখিত ওয়েব সাইটটির কাঠামাে হলাে সরল হাব স্ট্রাকচার। এই সরল হাব স্ট্রাকচার কাঠামােটি ট্রি স্ট্রাকচার সাইট কাঠামাের একটি প্রকারভেদ। এই কাঠামােটি দেখতে অনেকটাই স্টার আকৃতির। এই স্ট্রাকচারে মেইন পেজের পর মাত্র একটি লেয়ার পর্যন্ত তথ্য জমা থাকে। ফলে প্রতিটি পেজ ব্রাউজ করতে হােম পেজে আসতে হয়। যেহেতু উদ্দীপকের একটি ওয়েবসাইট ব্রাউজ করতেই হােম পেজে আসতে হয়। সেহেতু উদ্দীপকের ওয়েবসাইট সরল হাব স্ট্রাকচার কাঠামােকেই প্রতিফলিত করছে। এই কাঠামোটি তুলনামূলক সহজ ও ব্যবহার বান্ধব। ব্যবহারকারীরা খুব সহজেই হােম পেজে তথ্য পেয়ে যায়।
<!DOCTYPE html>
<html>
</head>
<title>TABLE TEMPLATE</title>
</head>
<body>
<caption>HSC-2019</caption>
onek upoker holo thank you