HSC ICT | অধ্যায় ৪ | পাঠ ১ | ওয়েবপেজ
ওয়েবপেজ
১। ওয়েব পেজ কী?(ক) ওয়ার্ড ডকুমেন্ট
(খ) এইচটি এম এল ডকুমেন্ট
(গ) কম্পিউটার নেটওয়ার্ক
(ঘ) সফটওয়্যার
উত্তর: (খ) এইচটি এম এল ডকুমেন্ট
ব্যাখ্যা:
ওয়েব পেজ ওয়েব পেইজ হলাে এক ধরনের ওয়েব ডকুমেন্ট যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web-WWW) ও ইন্টারনেট ব্রাউজারে ব্যবহারের জন্য উপযুক্ত। ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে Web page বলে। ওয়েব পেইজ সাধারণত এইচটিএমএল (HTML) দ্বারা তৈরি করা হয়। তাই ওয়েব পেজ হলাে, এইচ টি এম এল ডকুমেন্ট। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ) ।
(গ) কম্পিউটার নেটওয়ার্ক
(ঘ) সফটওয়্যার
উত্তর: (খ) এইচটি এম এল ডকুমেন্ট
ব্যাখ্যা:
ওয়েব পেজ ওয়েব পেইজ হলাে এক ধরনের ওয়েব ডকুমেন্ট যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web-WWW) ও ইন্টারনেট ব্রাউজারে ব্যবহারের জন্য উপযুক্ত। ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে Web page বলে। ওয়েব পেইজ সাধারণত এইচটিএমএল (HTML) দ্বারা তৈরি করা হয়। তাই ওয়েব পেজ হলাে, এইচ টি এম এল ডকুমেন্ট। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ) ।
২। Webpage কি?
(ক) ওয়েব ডকুমেন্ট
(খ) সফটওয়্যার
(গ) অ্যাপ্লিকেশন
(ঘ) ইন্টারনেট
উত্তর: (ক) ওয়েব ডকুমেন্ট
Note: পূর্বের প্রশ্নের ব্যাখ্যা দেখুন।
(খ) সফটওয়্যার
(গ) অ্যাপ্লিকেশন
(ঘ) ইন্টারনেট
উত্তর: (ক) ওয়েব ডকুমেন্ট
Note: পূর্বের প্রশ্নের ব্যাখ্যা দেখুন।
৩। ওয়েব পেইজের প্রথম পৃষ্ঠকে কী বলে?
(ক) হাইপাররিংক পেইজ
(খ) হােম পেইজ
(গ) লিংক পেইজ
(ঘ) ফাস্ট পেইজ
উত্তর: (খ) হােম পেইজ
ব্যাখ্যা:
হােম পেজ: ওয়েব সাইটের কাঠামােতে বিভিন্ন ধরনের পেজ থাকে। তাদের মধ্যে অন্যতম হলাে হােম পেজ, মূল ধারার পেজ এবং উপধারার পেজ। ওয়েবসাইটে প্রথমে ঢুকলে যে পেজটি প্রথম প্রদর্শিত হয় তাকে হােম পেজ বলে। একে স্টার্ট পেজ ও বলা হয়। হােম পেজের মাধ্যমেই নিজেদের। পরিচয়, লক্ষ ও উদ্দেশ্য সম্পর্কে দর্শকদের সঠিক ধারণা দেওয়া হয়। হােমপেজের অধীনে একাধিক পেজ থাকে এবং সব পেজের তালিকা ইনডেক্স আকারে হােমপেজের মধ্যে প্রদর্শিত থাকে । অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।
৪। কোন ওয়েবসাইট কাঠামােতে যে কোনাে পেইজ থেকে সরাসরি হােম পেইজে যাওয়া যায়? [রা.বাে: ২০১৯]
(ক) Hierarchical
(খ) Network
(91) Linear
(ঘ) Combination
উত্তর: (খ) Network
ব্যাখ্যা:
ওয়েব লিংক বা নেটওয়ার্ক (Network)। এখানে সবগুলাে। পেইজেরই একে অপরের সাথে লিংক থাকেত
অর্থাৎ একটি মেইন পেইজের সাথে যেভাবে অন্যান্য পেইজের যেমন লিংক থাকে ঠিক তেমনি অন্যান্য পেইজের সাথেও মেইন পেইজের লিংক থাকে। ফ্রেম ব্যবহার করে তৈরি করা ওয়েবপেজগুলাে এই নেটওয়ার্কের মাধ্যমে লিংক করা হয়ে থাকে যাতে একটি ফ্রেমের মধ্যে অন্যান্য পেইজের লিংকগুলি মেন্যু আকারে রাখা হয়। এই ফ্রেমটি সাধারণত স্থির থাকে এবং কোন একটি লিংক নির্বাচন কররে ঐ পেইজটি অপেক্ষাকৃত বড় ফ্রেমের মধ্যে দেখায়। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।
(91) Linear
(ঘ) Combination
উত্তর: (খ) Network
ব্যাখ্যা:
ওয়েব লিংক বা নেটওয়ার্ক (Network)। এখানে সবগুলাে। পেইজেরই একে অপরের সাথে লিংক থাকেত
অর্থাৎ একটি মেইন পেইজের সাথে যেভাবে অন্যান্য পেইজের যেমন লিংক থাকে ঠিক তেমনি অন্যান্য পেইজের সাথেও মেইন পেইজের লিংক থাকে। ফ্রেম ব্যবহার করে তৈরি করা ওয়েবপেজগুলাে এই নেটওয়ার্কের মাধ্যমে লিংক করা হয়ে থাকে যাতে একটি ফ্রেমের মধ্যে অন্যান্য পেইজের লিংকগুলি মেন্যু আকারে রাখা হয়। এই ফ্রেমটি সাধারণত স্থির থাকে এবং কোন একটি লিংক নির্বাচন কররে ঐ পেইজটি অপেক্ষাকৃত বড় ফ্রেমের মধ্যে দেখায়। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।