HSC ICT CHAPTER 3.1 MCQ- ইউনিকোড-Unicode | Board MCQ ( Number System ) | এইচ.এস.সি ICT অধ্যায় ৩.১ ( সংখ্যা পদ্ধতি ) বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান
এখানে HSC ICT CHAPTER 3.1 MCQ- ইউনিকোড-Unicode ফ্রি Pdf Download ফাইল লিঙ্ক দেয়া হয়েছে । HSC ICT CHAPTER 3.1 MCQ- ইউনিকোড-Unicodeড | Board MCQ ( Number System ) টি সম্পুর্ন বিনামূল্যে Download করতে পারবে।ঘরে বসে সকল ছাত্র ছাত্রী যাতে ফ্রিতে পড়াশোনা প্র্যাকটিস করতে পারে এর জন্য আমাদের এই উদ্যোগ। HSC ICT CHAPTER 3.1 MCQ এর সকল PDF Download করুন এবং শেয়ার করে টাইম্লাইনে রেখে দিন।লিঙ্ক নিচে দেয়া আছে।এখন ই Download করে নিন।

ইউনিকোড-Unicode
১৫৪। পৃথিবীর সকল ভাষাকে কোন কোডভুক্ত করা হয়েছে?
(ক) BCD
(খ) ASCII.
(গ) UNICODE
(ঘ) EBCDIC
উত্তর: (গ) UNICODE
ব্যাখ্যা:
ইউনিকোড (Unicode); 1991 সালে Apple Computer Corporation এবং Xerox Corporation এর একদল প্রকৌশলী যৌথভাবে ইউনিকোড উদ্ভাবন করেন। বিশ্বের ছােট বড় সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য ইউনিকোড ব্যবহৃত হয়। ইউনিকোড মূলতঃ 2 বাইট বা 16 বিটের কোড। এই কোডের মাধ্যমে 65,536 বা 216 টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। ফলে যে সমস্ত ভাষাকে কোডভুক্ত করার জন্য 8 বিট অপর্যাপ্ত ছিল (যেমন- চায়নিজ, কোরিয়ান, জাপানীজ ইত্যাদি) সে সকল ভাষার সকল চিহ্নকে সহজেই কোডভূক্ত করা সহজতর হলাে । বর্তমানে এই কোডের প্রচলন শুরু হয়েছে । শুরু থেকেই ইউনিকোডকে আরও করার উন্নত লক্ষ্যে Unicode Consortium কাজ করে যাচ্ছেন। এর ফলশ্রুতিতে 1997 সালে। ইউনিকোড ভার্ষন 3 বেরিয়েছে। এই কোডের ব্যবহার জনপ্রিয় করার জন্য মাইক্রোসফট , আইবিএম, এপল ইত্যাদি বড় বড় কোম্পানীগুলো চেষ্টা
চলাচ্ছে। ইতিমধ্যে কিছু অপারেটিং সিস্টেমও তৈরি হয়েছে যাতে ইউনিকোড সার্পোট করে যেমন- Windows 2000 OS/2 ইত্যাদি। অনেক পরে হলেও বাংলা ভাষাকে ইউনিকোডভূক্ত করার জন্য বাংলাদেশ সরকার Unicode Consortium এর সদস্য হয়েছেন। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।
১৫৫। নিচের কোনটি 16 বিটের কোড? [রা.বাে: ২০১৯]
(ক) ASCII
(খ) BCD
(গ) EBCDIC
(ঘ) UNICODE
উত্তর: (ঘ) UNICODE
Note: পূর্বের প্রশ্নের ব্যাখ্যা দেখুন।
১৫৬। বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য বর্তমানে কোন ধরনের কোড ব্যবহৃত হয়? [সি.বাে, ২০১৭]
(ক) BCD
(খ) ASCII
(গ) EBCDIC
(ঘ) Unicode
উত্তর: (ঘ) Unicode
Note: পূর্বের ১৫৪নং প্রশ্নের ব্যাখ্যায় দেখুন।
১৫৭। বাংলা বর্ণমালা কোন কোড ভুক্ত? [রা. বাে: ২০১৬]
(ক) BCD
(খ) ASCII
(গ) UNICODE
(ঘ) EBCDIC
উত্তর: (গ) UNICODE
Note: পূর্বের ১৫৪নং প্রশ্নের ব্যাখ্যায় দেখুন।
১৫৮। ইউনিকোডের বিটের সংখ্যা কত?
(ক) 4
(খ) 8
(গ) 16
(ঘ) 32
উত্তর: (গ) 16
Note: পূর্বের ১৫৪নং প্রশ্নের ব্যাখ্যায় দেখুন।
১৫৯। পৃথিবীর প্রায় সব ভাষা কোন কোড দ্বারা উপস্থাপন করা সম্ভব?
(ক) BCD
(খ) UNICODE
(গ) ASCII
(ঘ) EBCDIC
উত্তর: (খ) UNICODE
Note: পূর্বের ১৫৪নং প্রশ্নের ব্যাখ্যায় দেখুন।
১৬০। বর্তমানে ইউনিকোডের মােট সংখ্যা কত?
(ক) 56536
(খ) 56636
(গ) 65536
(ঘ) 66536
উত্তর: (গ) 65536
Note: পূর্বের ১৪৪নং প্রশ্নের ব্যাখ্যায় দেখুন।
১৬১। ইউনিকোড নিয়ে কাজ করে যাচ্ছে কে?
(ক) IBM
(খ) Apple
(গ) Unicode Consortium
(ঘ) Unicode Committee
উত্তর: (গ) Unicode Consortium
Note: পূর্বের ১৫৪নং প্রশ্নের ব্যাখ্যায় দেখুন।
১৬২। ইউনিকোডের উদ্দেশ্য কী?
(ক) বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে কোড ভুক্ত করা
(খ) মাল্টিমিডিয়াতে প্রয়ােগ করা
(গ) প্রসেসর তৈরি করা।
(ঘ) শুধুমাত্র বাংলা ভাষাকে কোডভুক্ত করা
উত্তর: (ক) বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে কোড ভুক্ত করা
Note: পূর্বের ১৫৪নং প্রশ্নের ব্যাখ্যায় দেখুন।
১৬৩। Unicode এর পূর্ণনাম কী?
(ক) Unique Code
(খ) Universal Code
(গ) Uniform Code
(ঘ) Unlimited Code
উত্তর: (খ) Universal Code
👉শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথা 👈
আসসালামুয়ালাইকুম!!!প্রিয় শিক্ষার্থী ! এই ওয়েব সাইটে ভিজিটের জন্য ধন্যবাদ । এখানে তুমি HSC-Science-Arts-Commerce / Admission Test/A unit/B Unit/C Unit/D Unit এর পড়াশোনার সমস্ত উপকরন পাবে সম্পুর্ন ফ্রিতে Download। বাজার থেকে যে Notes নোট বা Guide গাইড অনেক টাকা দিয়ে ক্রয় করতে হয় সে নোট / গাইড Lecture Sheet গুলা তুমি পাচ্ছো সম্পূর্ণ Free Download । আমাদের ওয়েবসাইটে সকল শ্রেণীর শিক্ষা উপকরন পাচ্ছো একেবারে ফ্রিতে । ভাল লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। আপডেট পেতে নিয়মিত ভিজিট কর।
নিচের লিঙ্ক থেকে Download করে নিতে পারো তোমার প্রয়োজনীয় ফাইল।
👉HSC ICT MCQ প্র্যাকটিস করুন এখান থেকে
👉HSC ICT সৃজনশীল প্র্যাকটিস করুন এখান থেকে
👉বিশ্ববিদ্যালয় ICT প্র্যাকটিস করুন এখান থেকে
👉বিশ্ববিদ্যালয় সকল Unit Suggestion এখানে
আমাদের পেজে লাইক দিয়ে সাথে থাকুন
নিচের ডাউনলােড এ ক্লিক করে HSC ICT CHAPTER 3.1 MCQ- ইউনিকোড-Unicode | Board MCQ ( Number System ) | এইচ.এস.সি ICT অধ্যায় ৩.১ ( সংখ্যা পদ্ধতি ) বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান ডাউনলােড করে নিন।
Tag: HSC ICT CHAPTER 3,hsc ict chapter 3.1,hsc ict number system, hsc ict সংখ্যা পদ্ধতি, hsc ict 3.1 board mcq solve,hsc ict mcq suggestions, hsc ict mcq tricks,hsc ict mcq tips,hsc ict final suggestion 2021,hsc ict short syllabus 2021