HSC ICT CHAPTER 3.1 MCQ- আসকি কোড | Board MCQ ( Number System ) | এইচ.এস.সি ICT অধ্যায় ৩.১ ( সংখ্যা পদ্ধতি ) বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান

     

HSC ICT CHAPTER 3.1 MCQ- আসকি কোড | Board MCQ ( Number System ) | এইচ.এস.সি ICT অধ্যায় ৩.১ ( সংখ্যা পদ্ধতি ) বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান 

এখানে HSC ICT CHAPTER 3.1 MCQ- আসকি কোড ফ্রি Pdf Download ফাইল লিঙ্ক দেয়া হয়েছে । HSC ICT CHAPTER 3.1 MCQ- আসকি কোড | Board MCQ ( Number System ) টি সম্পুর্ন বিনামূল্যে Download করতে পারবে।ঘরে বসে সকল ছাত্র ছাত্রী যাতে ফ্রিতে পড়াশোনা প্র্যাকটিস করতে পারে এর জন্য আমাদের এই উদ্যোগ। HSC ICT CHAPTER 3.1 MCQ এর সকল PDF Download করুন এবং শেয়ার করে টাইম্লাইনে রেখে দিন।লিঙ্ক নিচে দেয়া আছে।এখন ই Download করে নিন।HSC ICT CHAPTER 3.1 MCQ- BCD Code | Board MCQ ( Number System ) | এইচ.এস.সি ICT অধ্যায় ৩.১ ( সংখ্যা পদ্ধতি ) বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান

আসকি কোড

১৪১। ASCII এর পূর্ণ নাম কি?
(ক) Australian Standard Code for Information Interchange
(খ) American Standard Code for Information Interchange
(গ) American Standard Code for Information Institute
(ঘ) Australian Standard Code for Information Institute
উত্তর: (খ) American Standard Code for Information Interchange
ব্যাখ্যা:
অ্যাসকি (ASCII কোড: American Standard Code for Information Interchange এর সংক্ষিপ্ত রূপ ASCII বা অ্যাসকি। 1965 সালে রবার্ট বিমার সাত বিটের অ্যাসকি কোড উদ্ভাবন করেন। অ্যাসকি একটি বহুল প্রচলিত কোড।
ASCII-7: এটি মােট ৭টি বিট দ্বারা তৈরি হয়। বামদিকের তিনটি বিটকে জোন বিট এবং ডানদিকের চারটি বিটকে সংখ্যাসূচক বিট বলা হয়। মােট বিট-7 হওয়াতে এ কোভের মাধ্যমে 27 বা 128 টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়।
ASCII-8: এটি মােট ৮টি বিট দ্বারা তৈরি হয়। সর্ব-বামদিকের বিটটিকে প্যারিটি বিট এবং সর্ব-ডানদিকের চারটি বিটকে সংখ্যাসূচক বিট বলা হয়, এবং মাঝের তিনটি বিটকে জোন বিট বলা হয়। মােট বিট-8 হওয়াতে এ কোডের মাধ্যমে 2° বা ২৫৬টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। বর্তমানে অ্যাাসকি কোড বলতে আসকি-8 কেই বুঝায়। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।

১৪২। ASCII-8 কোডের মাধ্যমে কতটি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়? [কুিবাে. ২০১৭]
(ক) 128 
(খ) 256 
(গ) 512
(ঘ) 65536
উত্তর: (খ) 256
Note: পূর্বের প্রশ্নের ব্যাখ্যায় দেখুন ।

১৪৩। ৮-বিটের ASCII কোডের সর্ববামে কোন বিট যুক্ত করা হয়েছে?
(ক) সাইন বিট
(খ) প্যারিটি বিট
(গ) স্টার্ট বিট
(ঘ) হেডার বিট
উত্তর: (খ) প্যারিটি বিট
Note: পূর্বের ১৪১নং প্রশ্নের ব্যাখ্যায় দেখুন।

১৪৪। ASCII-8 কোডে সংখ্যাসূচক বিট কতটি? [রা-বাে: ২০১৬] 
(ক) 2
(খ) 4 
(গ) 8  
(ঘ) 16
উত্তর: (খ) 4
Note: উপরের ১৪১নং প্রশ্নের ব্যাখ্যায় দেখুন।

১৪৫। কত সালে সর্বপ্রথম অ্যাসকি কোড উদ্ভাবিত হয়েছিল?
(ক) ১৯৫৩
(খ) ১৯৬০
(গ) ১৯৬৩
(ঘ) ১৯৬৫
উত্তর: (ঘ) ১৯৬৫
Note: উপরের ১৪১নং প্রশ্নের ব্যাখ্যায় দেখুন।

১৪৬। ASCII-7 কোড কে আবিষ্কার করেন?
(ক) Gottfried Leibniz 
(খ) Joe Becker
(গ) Robert Will Bemer 
(ঘ) Mark Davis
উত্তর: (গ) Robert Will Bemer
Note: উপরের ১৪১নং প্রশ্নের ব্যাখ্যায় দেখুন।

১৪৭। বাইনারি ডেটাকে এক স্থান থেকে অন্যস্থানের সঠিকভাবে প্রেরণের জন্য কোন ধরনের বিট যােগ করা হয়?
(ক) ক্যারি বিট
(খ) প্যারিটি বিট
(গ) জোন বিট
(ঘ) সংখ্যা বিট
উত্তর: (খ) প্যারিটি বিট
ব্যাখ্যা:
প্যারিটি বিট: বাইনারি ডেটা কিংবা কোডকে এক স্থান থেকে অন্য স্থানে সঠিকভাবে প্রেরণ করার জন্য এর সাথে যে অতিরিক্ত বিট যুক্ত করা হয় তাকেই প্যারিটি বিট বলে। সিস্টেম ডিজাইনের উপর ভিত্তি করে প্যারিটি কোড গ্রুপের যে কোড গ্রুপের মধ্যে উপস্থিত। এর মােট সংখ্যার উপর নির্ভর। করে এই প্যারিটি বিট এর মান 0 বা 1 হতে পারে। প্যারিটি বিটের দুটি পদ্ধতি প্রচলিত আছে। যাথ-
১. EVEN বা জোড় প্যারিটি।
২. ODD বা বিজোড় প্যারিটি।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।

১৪৮। প্যারিটি বিটযুক্ত কোড কত বিটের? [ঢা.বাে, ২০১৭]
(ক) ৩
(খ) ৪
(গ) ৭ 
(ঘ) ৮
উত্তর: (ঘ) ৮
ব্যাখ্যা:
প্যারিটি বিটযুক্ত কোড হলাে ASCII-8. ASCII-7 কোডের বামদিকে। একটি প্যারিটি বিট যুক্ত হয়ে তৈরী হয় ASCII-8 যা ৪ বিটের কোড। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।

১৪৯। প্যারিটি বিট কত প্রকার?
(ক) দুই 
(খ) তিন
(গ) চার 
(ঘ) পাঁচ
উত্তর: (ক) দুই
Note: পূর্বের প্রশ্নের ব্যাখ্যায় দেখুন।

১৫০। ASCII কোডে বড় হাতের অক্ষরের বিস্তৃতি কত?
(ক) 0 - 31
(খ) 65 - 96
(গ) 97- 127
(ঘ) 128 - 140
উত্তরঃ (খ) 65 - 96

১৫১। আসকি সারণিতে 97 থেকে 122 কোডগুলােকে কী বােঝায়?
(ক) কন্ট্রোল ক্যারেক্টার 
(খ) বিশেষ ক্যারেক্টার
(গ) বড় হাতের অক্ষর 
(ঘ) ছােট হাতের অক্ষর
উত্তর: (ঘ) ছােট হাতের অক্ষর
Note: পূর্বের প্রশ্নের ব্যাখ্যায় দেখুন।

১৫২। D এর আসকি কোড 68 হলে g এর আসকি কোড কত?
(ক) 102
(খ) 103
(গ) 104
(ঘ) 105
উত্তর: (খ) 103
Note: পূর্বের ১৫০নং প্রশ্নের ব্যাখ্যায় দেখুন।

১৫৩। ASCII কোডের মাধ্যমে সর্বোচ্চ কতটি অক্ষর বা চিহ্নকে কোডভূক্ত করা যায়?
ক) 16
(খ) 32
(গ) 256
(ঘ) 1024
উত্তর: (গ) 256
Note: পূর্বের ১৫০নং প্রশ্নের ব্যাখ্যায় দেখুন ।


👉শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথা 👈

আসসালামুয়ালাইকুম!!!প্রিয় শিক্ষার্থী ! এই ওয়েব সাইটে ভিজিটের জন্য ধন্যবাদ । এখানে তুমি HSC-Science-Arts-Commerce / Admission Test/A unit/B Unit/C Unit/D Unit এর পড়াশোনার সমস্ত উপকরন পাবে সম্পুর্ন ফ্রিতে Download। বাজার থেকে যে Notes নোট বা Guide গাইড অনেক টাকা দিয়ে ক্রয় করতে হয় সে নোট / গাইড Lecture Sheet গুলা তুমি পাচ্ছো সম্পূর্ণ Free Download । আমাদের ওয়েবসাইটে সকল শ্রেণীর শিক্ষা উপকরন পাচ্ছো একেবারে ফ্রিতে । ভাল লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। আপডেট পেতে নিয়মিত ভিজিট কর।

নিচের লিঙ্ক থেকে Download করে নিতে পারো তোমার প্রয়োজনীয় ফাইল। 

👉একাদশ-দ্বাদশ শ্রেণীর সকল গাইড ফ্রি Pdf Download 

👉HSC ICT MCQ প্র্যাকটিস করুন এখান থেকে 

👉HSC ICT সৃজনশীল প্র্যাকটিস করুন এখান থেকে 

👉বিশ্ববিদ্যালয় ICT প্র্যাকটিস করুন এখান থেকে 

👉বিশ্ববিদ্যালয় সকল Unit Suggestion এখানে

আমাদের পেজে লাইক দিয়ে সাথে থাকুন 

নিচের ডাউনলােড এ  ক্লিক করে HSC ICT CHAPTER 3.1 MCQ- আসকি কোড | Board MCQ ( Number System ) | এইচ.এস.সি ICT অধ্যায় ৩.১ ( সংখ্যা পদ্ধতি ) বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান   ডাউনলােড করে নিন।


HSC ICT CHAPTER 3.1 MCQ | Board MCQ ( Number System ) এইচ এস সি আই সি টি অধ্যায় ৩.১ ( সংখ্যা পদ্ধতি ) বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান



Tag: HSC ICT CHAPTER 3,hsc ict chapter 3.1,hsc ict number system, hsc ict সংখ্যা পদ্ধতি, hsc ict 3.1 board mcq solve,hsc ict mcq suggestions, hsc ict mcq tricks,hsc ict mcq tips,hsc ict final suggestion 2021,hsc ict short syllabus 2021

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url