Admission Test বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রস্তুতি || ICT BD বিগত সালের MCQ

University Admission ICT Lecture 1 বিশ্ববিদ্যালয় বিগত প্রশ্ন ও সমাধান MCQ || HSC ICT || University Admission

Admission Test পরীক্ষার জন্য পরিপূর্ণ লেকচার শিট এবং বিগত সালের Admission ICT এর প্রশ্ন নিচে দেয়া হয়েছে। ইনশাল্লাহ ICT তে আপনার আর কোন সমস্যা থাকবে না। 
university admission hsc job ict bd


সকল বিশ্ববিদ্যালয় বিগত প্রশ্ন ও সমাধান MCQ 

রাজশাহী বিশ্ববিদ্যালয়

1. জীববিজ্ঞানে কী ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়? [RU; C: 19-20]
A.বায়ােইনফরম্যাটিক্স
B.বায়ােমেট্রিক্স
C.বায়ােকেমিস্ট্রি
D.কোনােটিই নয়
ANSWER:  বায়ােইনফরম্যাটিক্স

2. ISP বলতে কী বুঝ? [RU; C: 19-20]
A. Internet Social Privilege
B. Internet Service Provider
C. Internet Service Privilege
D. Internet Social Public
ANSWER:B. Internet Service Provider

3. কোনটি কম্পিউটার ভাইরাস? [RU; B: 19-20]

A.PHP
B.SQL
C. CIHC
D. Blue Ray
ANSWER:C. CIHC

4. কম্পিউটারে F3 Key' এর কাজ- [RU; B: 19-20]
A. Refresh
B. Find
C. Help
D. Save
ANSWER:B. Find

5. অনলাইনে মূল্য পরিশােধ করাকে বলা হয়- [RU; B: 19-20]
A. অনলাইন পেমেন্ট সিস্টেম 
B.ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম 
C.বিকাশ
D.ইন্টারনেট পেমেন্ট সিস্টেম
ANSWER:A. অনলাইন পেমেন্ট সিস্টেম 

6.কোনটি সঠিক? [RU; B: 19-20]
A. ১ কেবি = ১০২৪ বাইটস 
B.১ এমবি = ২০৪৮ বাইটস 
C.১ এমবি = ১০০০ কিলােবাইটস 
D.১ কেবি = ৯২৪ বাইটস
ANSWER:A. ১ কেবি = ১০২৪ বাইটস 

7. চিন্তা করার ক্ষমতা নিচের কোন প্রযুক্তির মধ্যে আছে? [RU; C: 18-19]
A.বায়ােইনফরমেটিক্স 
B. রােবটিক্স
C.ইনফরমেটিক্স
D.বায়ােমেট্রিক্স
ANSWER:B. রােবটিক্স

8. Global Village-এর মেরুদণ্ড বলা হয় কোনটিকে? [RU; C: 18-19]
A. Computer
B. Connectivity
C. Data
D .Software
ANSWER:B. Connectivity

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

1. আঙ্গুলের ছাপ নিয়ে ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তি কোনটি? [CU; A: 17-18]
A.জেনেটিক ইঞ্জিনিয়ারিং 
B.ন্যানাে টেকনােলজি 
C. বায়ােমেট্রিক্স
D.বায়ােইনফরমেটিক্স
ANSWER:C. বায়ােমেট্রিক্স

2. কোনটি কম্পিউটার বা ইন্টারনেটের মাধ্যমে করা অপরাধ? [CU; A: 17-18]
A.ই-টেন্ডারিং
B. পাইরেসি
C.ই-বুক ডাউনলােড
D.ফ্রি ওয়েব হােস্টিং
ANSWER:B. পাইরেসি

3. কোনটি একজন ব্যবহারকারীর জন্য ডেস্কটপ কম্পিউটার হিসেবে সর্বাধিক উপযুক্ত? [CU; A:17-18]

A. মাইক্রোকম্পিউটার
B.সুপার কম্পিউটার
C.মেইনফ্রেম
D.মিনিকম্পিউটার
ANSWER:A. মাইক্রোকম্পিউটার

বেগম রােকেয়া বিশ্ববিদ্যালয়

1. কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধানত ব্যবহৃত হয় কোনটি? [BRUR; C: 19-20]
A. PROLOGC
B.PYTHON
C.HTML
D.COBOL
ANSWER:A. PROLOGC

2. কোন ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণকে কী বলে?[BRUR; C: 19-20]

A.ন্যানােমেট্রিক্স
B.জিওমেট্রিক্স
C. বায়ােমেট্রিক্স
D.কোনােটিই নয়
ANSWER:C. বায়ােমেট্রিক্স

3. নিচের কোনটি ইনপুট ও আউটপুট ডিভাইস? [BRUR; E: 19-20]
A. keyboard
B. mouse
C. monitor
D. touch-monitor
ANSWER:D. touch-monitor

4.প্লেজিয়ারিজম কোন অপরাধের সাথে জড়িত?[BRUR; C: 17-18]
A.কপিরাইট লঙ্ঘন
B.সফটওয়্যার পাইরেসি
C.আইডেন্টিটি চুরি
D. অন্যের লেখা চুরি
ANSWER:D. অন্যের লেখা চুরি

5. নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারি মেমােরি? [BRUR; C:17-18]
A. র‍্যাম
B.হার্ডডিস্ক
C.পেনড্রাইভ
D.কোনােটিই নয়
ANSWER: A. র‍্যাম

6. গ্লোবাল ভিলেজ এর মেরুদন্ড কোনটি?
A.হার্ডওয়্যার
B.সফটওয়্যার
C. কানেকটিভিটি
D.ডেটা
ANSWER: C. কানেকটিভিটি

7. ISP এর পূর্ণরূপ কী? [BRUR; C: 17-18]
A. Internet Service Product
B. Internet Service Provider
C. Internet Server Provider
D. Intranet Service Provider
ANSWER: B. Internet Service Provider

8. বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কী? [BRUR; C: 17-18]
A.উপগ্রহ-৭১
B.বাংলাদেশ-১
C.স্বাধীনতা-৭১
D. বঙ্গবন্ধু-১-
ANSWER: D. বঙ্গবন্ধু-১-

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

1. কম্পিউটারের স্মৃতির ফিতায় কোন ধরনের চুম্বক ব্যবহার করা হয়? [JKKNIU; 0:19-20]
A. স্থায়ী -
B.অস্থায়ী
C.প্রাকৃতিক
D.সংকর।
2. ICT দিবস কবে পালিত হয়? (JKKNIU; D:19-20)
A.১০ ডিসেম্বর
B. ১২ ডিসেম্বর
C.১৪ ডিসেম্বর
D.১৬ ডিসেম্বর
3. কোনটি ইনপুট ডিভাইস? [JKKNIU; D:19-20]
A. মডেম
B. র্যাম
C.রম
D.প্লটার
4. VIRUSশব্দের পূর্ণ অর্থ কী? [JKKNIU; B:16-17)
A. Vital Information Resources Under seizec 
B. Virtual Information Resources Under Sieze
C. Vital Information's Resource Under Siege 
D. Virtual Information's Resource Under Siege
5. অনলাইনের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য করাকে কী বলা হয়? [JKKNIU; B:16-17]
A.E-mail
B.E-book
C.E-governance
D. E-Commerce
6. কোনটি তথ্যপ্রযুক্তি উপাদান নয়? [JKKNIU; B:16-17)
A. Computer
B. Internet
C. Radio
D. Light

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

1. কম্পিউটার সিমুলেশন প্রয়ােগের ক্ষেত্র কোনটি? [RMSTU; A:19-20]
A.ক্রায়ােসার্জারি
B.ভিডিও কনফারেন্সিং 
C. ভার্চুয়াল রিয়েলিটি
D.ইন্টারনেট
2. এক ন্যানােমিটার সমান কত মিটার? [RMSTU; B: 19-20]
A.10®' meter
B.10®* meter
C.100 meter
D. 10-9 meter
3. বিশ্বগ্রাম ধারণাটির প্রবক্তা কে? [RMSTU; B: 19-20]
A. John Makarthy 
B. Marshall Mcluhan 
C. Antonin Artaud 
D. Damien Broderick
4. নিচের কোনটি বিশ্বগ্রামের সুবিধা নয়? [RMSTU; B: 19-20]
A.আর্থিক লেনদেন করা 
B.ভিডিও কলের মাধ্যমে কথা বলা 
C. প্লেজারিজম করা
D.ব্যবসাকে প্রসারিত করা।
5. কোন উপাদানটি গ্লোবাল ভিলেজ এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ? [RMSTU; B: 19-20]
A. ইন্টারনেট (Internet) - 
B.সংবাদপত্র (Newspaper) 
C.টেলিভিশন (Television) 
D.মােবাইল (Mobile)

গার্হস্থ্য অর্থনীতি কলেজ

1.নিচের কোনটি Central Processing Unit (CPU)-এর অংশ নয়? [HEC: 14-15]
A. Control Unit
B. Memory Unit 
C. Logic Unit
D. System Unit
2. নিচের কোনটি কম্পিউটারের স্মৃতির ধারণক্ষমতা নির্দেশ করে না? [HEC: 14-15]
A.কিলােবাইট
B. মেগাহার্টজ
C.মেগাবাইট
D.গিগাবাইট
3. নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিষ্কের সাথে তুলনা করা হয়? [HEC: 14-15]
A.বাস
B. প্রসেসর
C.RAM
D.রম।
CPU ও বিভিন্ন ইনপুট-আউটপুট যন্ত্রের সংযােগ পদ্ধতিকে কী বলা হয়?|HEC:14-15]
A. ইন্টারফেস
B.টার্মিনাল
C.প্লটার
D.ইন্টারপ্লেটার
5. GIS ব্যবহারের ক্ষেত্র কোনটি? [HEC: 14-15]
A. ভৌগােলিক ও পরিবেশ সংক্রান্ত তথ্য
B.আর্থিক লেনদেন
C.রিজার্ভেশন
D.কৃত্রিম বুদ্ধিমত্তা
6. কোনটি হার্ডওয়্যার নয়? [HEC: 12-13]
A. কী-বাের্ড
B.মাউস
C. উইন্ডােজ এক্স পি
D. প্রিন্টার
7. RAM এর সম্পূর্ণ নাম কী? [HEC: 12-13; 11-12; 10-11]
A. র্যানডােম অ্যাকিউট মেমােরি 
B. র্যানডম অ্যাকসেস মেমােরি: 
C.রিড অ্যাবসলিউট মেমােরি 
D.কোনােটিই নয়
8. “ফাংশন কি কোনটি?
A. F
B. 0
C. I
D. FIC
9. মাউস কোন ধরনের যন্ত্র? [HEC: 12-13, 11-12, 10-1]
A.টাইপিং ডিভাইস
B. পয়েন্টিং ডিভাইস
C.স্ক্যানিং ডিভাইস
D.এনকোডিং ডিভাইস
10. বিল গেটস ও পল অ্যালেন মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন কত সালে? [HEC: 12-13; 10-11
A. ১৯৭৫
B.১৯৭৬
C.১৯৭৭
D.১৯৭৮

11. ভাইরাস শব্দের পূর্ণরূপ কী? [HEC: 12-13, 10-11, 08-09]
A.ভাইরাল ইনফরমেশন রিসাের্সেস আন্ডার সিজ
B.ভায়া ইনফরমেশন রিসাের্সেস আন্ডার সিজ
C.ভাইটাল ইনফরমেশন আন্ডার সিজ
D. VIRUS-Vital Information and Resources Under Seize

12. ই-মেইল এর পূর্ণরূপ কী? [HEC: 12-13, 11-12]
A.ইলেকট্রিক মেইল
B ইমার্জেন্সি মেইল
C, ইলেকট্রনিক মেইল
D.ই কমার্স ইন মেইল
13. নিচের কোন ফাংশনটি দিয়ে যােগ করা হয়? [HEC:12-13]
A.IF
B.AND
C.MAX
D. SUMC
14. নিচের যন্ত্রগুলাের মধ্যে কোনটি অডিও হার্ডওয়্যার? [HEC: 12-13]
A.মডেম
B. সাউন্ড কার্ড
C.ওয়েব ক্যাম
D.পেনড্রাইভ
15. হেডার এন্ড ফুটার কোন মেনুতে থাকে? [HEC: 12-13]
A. ফাইল
B. এডিট
C.ভিউ
D. টুলস
16. স্প্রেডশিটের ছােট ছােট ঘরকে বলা হয়- [HEC: 12-13]
A. সেল
B.গ্রাফ
C.রে
D.ম্যাক্রো
17. নিচের কোনটি যন্ত্রপাতি নয়? [HEC: 11-12]
A.মাইক্রোফোন
B. স্পীকার
C.স্ক্যানার
D.মাউস
18. কম্পিউটারের জনক কাকে বলা হয়? [HEC: 12-13, 11-12, 10-11, 08-09]
A.স্টিভ জবস।
B.এডাম স্মিথ
C.বিল গেটস্
D. চার্লস ব্যাবেজ
19. নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়? [HEC: 11-12]
A.UNIX
B.MS WINDOWS NT 
C.LINUX
D. PHPC
20. DVD শব্দ সংক্ষেপটির পূর্ণরূপ হলাে- [HEC: 11-12]
A. Digital versatile divider
B. Digital video divider
C. Digital various driver
D. Digital versatile disk
21. কোনটি নিউমেরিক কী নয়? [HEC: 11-12]
A. ০
B. ১
C. FIC
D. ২
22. বাংলাদেশে প্রথম কম্পিউটার ও প্রযুক্তি বিভাগে চালু হয় কোন বিশ্ববিদ্যালয়ে? [HEC:11-12; 10-11]
A.নর্থ সাউথ ইউনিভার্সিটি 
B. বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় 
C.ঢাকা বিশ্ববিদ্যালয় 
D.এ আই ইউ বি
23. ভাইরাস শব্দটির পূর্ণরূপ কী? [HEC: 11-12; 10-11]
A. ভাইটাল ইনফরমেশন রিসাের্সেস আন্ডার সিজ
B.ভায়া ইনফরমেশন রিসাের্সেস আন্ডার সিজ
C.ভাইটাল ইনফরমেশন আন্ডার সিজ
D.কোনােটিই নয়
24. নিচের কোনটি ভাইরাস নয়? [HEC: 11-12]
A.ম্যাক্রো ভাইরাস
B. ফাইল ভাইরাস।
C. প্রােগ্রাম ভাইরাস
D. পলিনিউমারিক ভাইরাস
25. কোনটি সুপার কম্পিউটার? [HEC:10-11]
A. নােভা
B.আই বি এন ৪৩০০
C.পরম
D.চরম
26. কোনটি অপারেটিং সিস্টেমের কাজ নয়?[HEC: 10-11]
A. কম্পিউটারকে সচল ও ব্যবহার উপযােগী করা
B.ডিস্কে লেখা ও ডিস্ক গঠনে সাহায্য করা
C.প্রােগ্রামের ক্রটি নির্ণয়ের সুবিধা প্রদান।
D. ডকুমেন্ট প্রিন্ট করা
27. কোনটি সহায়ক স্মৃতি নয়?[HEC: 10-11]
A.ফ্লপি ডিস্ক
B. রম
C.হার্ড ডিস্ক
D.সিডি রম
28. ইনটেল পেনটিয়াম 4 মাইক্রোপ্রসেসর এর আবির্ভাব কত সালে?[HEC: 10-11]


আরো আসছে অপেক্ষায় থাকুন । যে কোন তথ্যের জন্য Whats App করুন 01832168252

Next Post Previous Post
1 Comments
  • Unknown
    Unknown October 23, 2021 at 11:33 PM

    Please update lecture 2

Add Comment
comment url