HSC ICT | অধ্যায় ১ | চট্টগ্রাম বাের্ড-২০১৭
প্রশ্ন নং-১৫ চট্টগ্রাম বাের্ড-২০১৭
নির্বাচন কমিশন ন্যাশনাল আইডি কার্ড তৈরি করার জন্য প্রাপ্তবয়স্ক নাগরিকদের মুখমণ্ডলের ছবি, আঙুলের ছাপ এবং সিগনেচার সংগ্রহ করে একটি চমক্কার ডাটাবেজ তৈরি করেছে। ইদানিং বাংলাদেশ পাসপাের্ট অফিস নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে উক্ত ডাটাবেজের সাহায্যে মেশিন রিডেবল পাসপাের্ট তৈরি করেছে। কিছু অসৎ ব্যক্তি নকল পাসপাের্ট তৈরি করার জন্য উক্ত ডাটাবেজ হ্যাক করার চেষ্টা করে এবং পরিশেষে ব্যর্থ হয়।
(ক) ভিডিও কনফারেন্সিং কী?
(খ) “বিশেষ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদে ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব” বুঝিয়ে লিখ।
(গ) নির্বাচন কমিশন ডাটাবেজ তৈরিতে যে প্রযুক্তির সাহায্যে নিয়েছিল তা উদ্দীপকের আলােকে বিশ্লেষণ কর।
(ঘ) উদ্দীপকের কিছু ব্যক্তির ব্যর্থ চেষ্টার নৈতিকতার দিকগুলাে ব্যাখ্যা কর।
(ক)-এর উত্তর:
ভিডিও কনফারেন্সিং: টেলিকমিউনিকেশন ব্যবস্থায় মনিটর বা পর্দায় অংশগ্রহণকারীরা পরস্পরের সম্মুখীন হয়ে যখন একে অন্যকে দেখে কথােপকথনে অংশগ্রহণ করে তখন তাকে ভিডিও কনফারেন্সিং বলা হয়।
(খ)-এর উত্তর:
প্রযুক্তি ব্যবহার করে নিরাপদে কার ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব। এক্ষেত্রে সাহায্য করতে পারে ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ড্রাইভিংয়ের নানা নিয়ম-কানুন খুব সহজেই আয়ত্ত করা সম্ভব। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে বাস্তবের মতাে রাস্তায় গাড়ি চালিয়ে প্রশিক্ষণার্থ খুব সহজেই বাস্তবে গাড়ি চালানাের সাহস অর্জন করে দ্রুত গাড়ি চালনা শিখতে পারে। বাংলাদেশ পুলিশের মহিলা পুলিশদেরকে ড্রাইভিং শেখানাের জন্য ভার্চুয়াল কার ব্যবহার করা হয়।
(গ)-এর উত্তর:
নির্বাচন কমিশন ডেটাবেজ তৈরিতে যে প্রযুক্তির সাহায্য নিয়েছিল তা হল বায়ােমট্রিক্স । বায়ােমেট্রিক্স হলাে এমন একটি প্রযুক্তি যেখানে কোন ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিক্তি করে তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা সনাক্ত করা হয়। বায়ােমেট্রিক্স প্রযুক্তিতে ব্যক্তির অদ্বিতীয় কোন বৈশিষ্ট্য সনাক্ত করে তা ঐ ব্যক্তির নামের বিপরীত সিস্টেমের কেন্দ্রীয় ডেটাবেজে সংরক্ষণ করা হয় । এ ক্ষেত্রে সিস্টেমের প্রসেসিং ক্ষমতাও তুলনামূলকভাবে বেশি প্রয়ােজন হয় যাতে সময়মত অনেক ব্যক্তির রেকর্ডের সংগ্রহ থেকে সহজেই কাংঙ্খিত কোন ব্যক্তির রেকর্ড খুজে বের করা যায়। গতানুগতিক পদ্ধতিতে টোকেন নির্ভর সনাক্তকরণ পদ্ধতি যেমন: লাইসেন্স, পাসপাের্ট বা আইডি কার্ড ইত্যাদি ব্যবহার করা হয় এবং জ্ঞান ভিত্তিক পদ্ধতিতে ইউজারনেম, পাসওয়ার্ড বা পিন নম্বর ব্যবহার করা হয় কিন্তু বায়ােমেট্রিক পদ্ধতিতে মানুষের কোন অদ্বিতীয় বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সনাক্তকরণ (Identification) পদ্ধতি ব্যবহার করা হয় যা টোকেন নির্ভর বা জ্ঞান ভিত্তিক পদ্ধতির চেয়ে অনেক বেশি গ্রহণযােগ্য।
(ঘ)-এর উত্তর:
উদ্দীপকের কিছু ব্যক্তির হ্যাক করার ব্যার্থ চেষ্টা নৈতিকতার দৃষ্টিতে এক ধরনের অপরাধ। হ্যাকিংয়ের মাধ্যমে সাইবার অপরাধ সংঘঠিত হয়। সাইবার আক্রমণ এক ধরণের ইলেক্ট্রনিক আক্রমণ যাতে ক্রিমিনালরা ইন্টারনেটের মাধ্যমে অন্য কারও সিস্টেমে বিনা অনুমতিতে প্রবেশ করে ফাইল, প্রােগ্রাম কিংবা হার্ডওয়্যার ধ্বংস বা ক্ষতি সাধন করে। একে সাইবার Vandalism ও বলা হয়। অবৈধভাবে যারা হ্যাকিং করে তাদেরকে ক্রেকারও বলে। অবৈধ হ্যাকার বা ক্রেকাররা ইন্টারনেট এবং অন্যান্য নেটওয়ার্ক ব্যবহার করে ডেটা চুরি অথবা নষ্ট করে দেয়। এদের কাছে সাধারণত হাতে গােনা কিছু টেকনিক থাকে যা ব্যবহার করে এরা ইন্টারনেটের মাধ্যমে সফটওয়্যার সিস্টেমের দুর্বলতা খুব সহজে খুঁজে বের করে পাসওয়ার্ড জেনে ফেলে। ফলে সহজেই ক্ষতি সাধন কতে পারে।