HSC ICT MCQ | অধ্যায় ৪ | পাঠ ৩ | ওয়েবসাইট
HSC ICT Chapter 4 MCQ Topic-WEBSITE (ওয়েবসাইট)
HSC পরীক্ষার্থীদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ন্য। নিচে ICT এর প্রতিটি MCQ ধরে ধরে ব্যাখ্যা প্রদান করা হল।
(ক) একাধিক সফটওয়্যার নিয়ে
(খ) একাধিক অ্যাপ্লিকেশন নিয়ে
(গ) একাধিক ডকুমেন্ট নিয়ে।
(ঘ) একাধিক ওয়েব পেজ নিয়ে
উত্তর: (ঘ) একাধিক ওয়েব পেজ নিয়ে
ব্যাখ্যা:
ওয়েবসাইট: একই ডােমেইনের অধীনে একাধিক ওয়েবপেজের সমষ্টিকে ওয়েবসাইট বলা হয় । ওয়েবসাইটে প্রথম ঢুকলে যে পেজটি প্রদর্শিত হয় সেটিকে হােমপেজ বলে। ইন্টারনেটে সার্বক্ষণিক যুক্ত সার্ভারে ওয়েবসাইট রাখা হয়। ওয়েবসাইটকে যেখানে হােস্ট করা হয় তাকে ওয়েব সার্ভার বলে। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।
১০। ওয়েব সাইটের একক ঠিকানা [.বাে: ২০১৯]
(ক) IP Address
(খ) URL
(গ) HTTP
(ঘ) HTML
উত্তর: (খ) URL
ব্যাখ্যা:
URL এর পূর্ণরূপ Uniform Resources Locator একটি ওয়েবসাইট বা পেজের পূর্ণাঙ্গ Address কে URL বলে। পৃথিবীতে এ নামে একটি মাত্র Website থাকে। একটি Website এর address অদ্বিতীয় হতে হবে। অর্থাৎ website এর একক ঠিকানা হলাে URL। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।
১১। গঠন বৈচিত্রের উপর ভিত্তি করে ওয়েবসাইট কয় ধরনের হয়?
(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫
উত্তর: (ক) ২
ব্যাখ্যা:
ওয়েবসাইটের প্রকারভেদ: গঠন বৈচিত্রের উপর ভিত্তি করে ওয়েবসাইটকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। যথা-
১, স্ট্যাটিক ওয়েবসাইট (Static Website)
২. ডাইনামিক ওয়েবসাইট (Dynamic Website)
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।
১২। যে ওয়েবসাইটের ডেটার মান ওয়েব পেজ চালু করার পর পরিবর্তন করা যায় তাকে কী বলে?
(ক) স্ট্যাটিক ওয়েবসাইট
(খ) ডাইনামিক ওয়েবসাইট
(গ) রিমাের্ট ওয়েবসাইট
(ঘ) লােকাল ওয়েবসাইট
উত্তর: (খ) ডাইনামিক ওয়েবসাইট
ব্যাখ্যাঃ
ডাইনামিক ওয়েবসাইট: যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েব টেকনােলজি লােডিং বা পেইজ চালু করার পর পরিবর্তন করা যায় তাকে ডাইনামিক ওয়েবসাইট বলে। ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য HTML ভাষার সাথে স্ক্রিপ্টিং ভাষা ও পিএইচপি (PHP) বা এএসপি (ASP) ভাষার প্রয়ােজন হয়। এই ওয়েবসাইটের উন্নয়নে ডেটাবেজ ব্যবহৃত হয়। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।
১৩। ডেটাবেজ কোন ওয়েবসাইটে ব্যবহৃত হয়?
(ক) স্ট্যাটিক ওয়েবসাইট
(খ) ডাইনামিক ওয়েবসাইট
(গ) রিমাের্ট ওয়েবসাইট
(ঘ) লােকাল ওয়েবসাইট
উত্তর: (খ) ডাইনামিক ওয়েবসাইট
Note: উপরের ১২নং প্রশ্নের ব্যাখ্যা দেখুন।
১৪। ডাইনামিক ওয়েবপেজ তৈরিতে ব্যবহৃত ভাষা কোনটি?
(ক) HTML
(খ) PHP
(গ) COBOL
(ঘ) PROLOG
উত্তর: (খ) PHP
Note: উপরের ১২নং প্রশ্নের ব্যাখ্যা দেখুন।
১৫। নিচের কোনটি দিয়ে স্ট্যাটিক ওয়েব পেইজ তৈরি করা হয়?
(ক) PHP
(খ) ASP
(গ) JSP
(ঘ) HTML
উত্তর: (ঘ) HTML
ব্যাখ্যাঃ
স্ট্যাটিক ওয়েবসাইটঃ যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েব পেইজ চালু করার সময় পরিবর্তন করা যায় না তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। HTML ভাষা দ্বারা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা হয়। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।
১৬। স্ট্যাটিক ওয়েব সাইটের বৈশিষ্ট্য কোনটি? [ব.বাে: ২০১৯]
(ক) ওয়েব পেইজগুলােতে কন্টেন্ট অনির্দিষ্ট থাকে
(খ) ব্রাউজারে দ্রুত লােড হয়।
(গ) ডেটাবেজ ব্যবহার করা যায়
(ঘ) ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকে
উত্তর: (খ) ব্রাউজারে দ্রুত লােড হয়
ব্যাখ্যা:
স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্যঃ
১। কনটেন্ট নির্দিষ্ট থাকে।
২। ব্যবহারকারী তথ্য প্রদান বা আপডেট করতে পারে না।
২। খুব দ্রুত লােড হয়।
৪। কোনাে রকম ডেটাবেজের সাথে সংযােগ থাকে না।
৫। কেবলমাত্র সার্ভার থেকে ক্লায়েন্ট (একমুখী) কমিউনিকেশন হয়।
৬। শুধু HTML ও CSS ব্যবহার করেই এটি উন্নয়ন করা যায়।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।
১৭। যে ওয়েবসাইটের ডেটার মান ওয়েব পেজ চালু করার পর পরিবর্তন করা যায় না তাকে কী বলে?
(ক) স্ট্যাটিক ওয়েবসাইট
(খ) ডাইনামিক ওয়েবসাইট
(গ) রিমাের্ট ওয়েবসাইট
(ঘ) লোকাল ওয়েবসাইট
উত্তর: (ক) স্ট্যাটিক ওয়েবসাইট
Note: পূর্বের নং প্রশ্নের ব্যাখ্যা দেখুন।
১৮। ওয়েব পেইজ সাধারণত হতে পারে-
(ক) স্ট্রাটিক
(খ) ডাইনামিক
(গ) স্ট্যাটিক ও ডাইনামিক
(ঘ) ল্যাংগুয়েজ ভিডিও
উত্তর: (গ) স্ট্যাটিক ও ডাইনামিক
ব্যাখ্যা:
ওয়েবপেইজের প্রকারভেদ:
গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েব পেজ বা ওয়েব সাইটকে দুই ভাগে ভাগ করা যায়। যথা:
i. স্ট্যাটিক ওয়েবপেজ বা স্ট্যাটিক ওয়েবসাইট
ii. ডাইনামিক ওয়েবপেজ বা ডাইনামিক ওয়েবসাইট
আবার অবস্থানের উপর ভিত্তি করে ওয়েবপেজ দুই প্রকার। যথা:
i. লােকাল ওয়েবপেজ বা লােকাল ওয়েবসাইট
ii. রিমােট ওয়েবপেজ বা রিমােট ওয়েবসাইট
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।