HSC ICT | অধ্যায় ৪ | পাঠ ২ | ওয়েব পেইজের বিষয়বস্তু

hsc job university admission ict



ওয়েব পেইজের বিষয়বস্তু

৫। নিচের কোনটি ছবির ফাইল ফরম্যাট নয়?

(ক) psd 

(খ) gif

(ঘ) jpg

উত্তর: (ক) psd

ব্যাখ্যাঃ

ছবি ও গ্রাফিক্স ফাইল: ওয়েব পেইজে ছবির জন্য যে সকল ফাইল ফরমেট ব্যবহার করা হয় তার মধ্যে উল্লেখযােগ্য হলাে । 

  • jpg/jpeg: Joint Photographic Expert Group
  • png : Portable Network Graphics
  • gif: Graphics Interchange Format
  • bmp : Bitmap Image File ইত্যাদি।

অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।

৬। GIF এর পূর্ণরূপ কী?

(ক) Graphics Interchange Format

(খ) Joint Photographic Expert Group

(গ) Portable Network Graphics

(ঘ)bitmap image file

উত্তর: (ক) Graphics Interchange Format

Note: পূর্বের প্রশ্নের ব্যাখ্যা দেখুন।

৭। PNG এর পূর্ণরূপ কী?

(ক) Graphics Interchange Format

(খ) Joint Photographic Expert Group

(গ) Portable Network Graphics

(ঘ) bitmap image file

উত্তর: (গ) Portable Network Graphics

Note: পূর্বের ৫নং প্রশ্নের ব্যাখ্যা দেখুন।

৮। ওয়েব পেজে অডিওর জন্য কোন ফাইল ফরমেট ব্যবহৃত হয়?

(ক) .jpg

(খ) .mp4

(গ) .bmp

(ঘ) .mp3

উত্তর: (ঘ) .mp3

ব্যাখ্যা:

ভিডিও ও অডিও ফাইল: ওয়েবসাইটে ব্যবহৃত অডিও ফাইলের মধ্যে রয়েছে .wmv, mp3, .mdi এবং ভিডিও ফাইলের মধ্যে রয়েছে mov, avi, . mpeg, .mp4 ইত্যাদি। এ সকল ফাইল ফরম্যাট অডিও এবং ভিডিও এর কোয়ালিটি সঠিক রেখে কম মেমােরিতে সংরক্ষণ করার জন্য ব্যবহৃত হয়। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url