HSC ICT | অধ্যায় 3 | রাজশাহী বোর্ড ২০১৯

hsc job university admission ict

HSC ICT Chapter 3 Board Question & Solution

HSC পরীক্ষার্থীদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ন্য। নিচে ICT এর প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা প্রদান করা হল। 

প্রশ্ন নং-৩  রাজশাহী বোর্ড ২০১৯ 
কৃষ্টি, পিয়াল, ও মুক্তি সহপাঠির বিবাহ উপলখ্যে যথাক্রমে (5D7)16, (750)8  (999)10 টাকা দিয়ে উপহার সামগ্রী ক্রয় করলো
ক) ASCII কি?
খ) ২-এর পরিপূরক ডিজিটাল বর্তনীকে সরল করে – ব্যাখ্যা কর।
গ) উদ্দীপকে উল্লিখিত কৃষ্টি, ও মুক্তির উপহার সামগ্রীর মূল্য বাইনারিতে মোট কত হবে নির্নয় কর।
ঘ) পিয়াল ও কৃষ্টির উপহার ক্রয়ের মূল্য যথাক্রমে হেক্সাডেসিমেল ও দশমিক সংখ্যায় নির্নয় কর
(ক)-এর উত্তর:
ASCII: American Standard Code for Information Interchange এটি একটি বহুল ব্যবহৃত আলফানিউমেরিক কোড যা মাইক্রোকম্পিউটার, মিনি কম্পিউটারসহ অনেক মেইনফ্রেম কম্পিউটারে ব্যবহৃত হয়।
(খ)-এর উত্তর:
২-এর পরিপূরক গঠনের ফলে বিয়ােগের কাজ যোগের মাধ্যমে করা যায়।
২-এর পরিপূরক গঠন ব্যবহার করা সরল লজিক বর্তনী তৈরি করা যায়। যা দামে সস্তা ও দ্রুত গতিকে কাজ করে।
২-এর পরিপূরক গঠনে যােগ ও বিয়ােগের জন্য একই বর্তনী ব্যবহার করা যায় বিধায় সার্কিটের মাত্রা কমে এবং জটিলতা কম হয়। অর্থাৎ, ২-এর পরিপূরক ডিজিটাল বর্তনীকে সরল করে।
(গ)-এর উত্তর:
কৃষ্টির উপহারের মূল্য  = (5D7)16
                    = (10111010111)2 (বাইনারী]
মুক্তির উপহারের মূল্য = (999)10
                    =(1111100111)2
   10111010111 + 1111100111 =100110111110
কৃষ্টি ও মুক্তির উপহার সামগ্রীর মােট মূল্য = (10111010111)2
(ঘ)-এর উত্তর
পিয়ালের উপহারের সামগ্রীর মূল্য = (750)8 
(750)8 = (111101000)2 (বাইনারী]
0001 1110 1000= 1E8(Hexa)
(750) = (1E8)16 
কৃষ্টির উপহারের মূল্য = (5D7)16
(5D7)6(গুন করে) = (1495)10 
 
প্রশ্ন নং-৪ রাজশাহী বোর্ড-২০১৯

 



(ক) রেজিস্টার কী?
(খ) F = F=ĀB + AC + BC সরল কর।
(গ) উদ্দীপকে Y এর সরলীকৃত মান নির্ণয় কর
(ঘ) Y এর সরলীকৃত মানকে NAND গেইট দ্বারা বাস্তবায়ন কর।
()-এর উত্তর:
রেজিস্টার: রেজিস্টার হলাে এক প্রকার মেমােরি ডিভাইস যা কতগুলাে বিটকে ধারণ করতে পারে এটি একগুচ্ছ ফ্লিপফ্লপ এবং গেইটের সমস্বয়ে গঠিত সার্কিট যেখানে প্রত্যেকটি ফ্লিপফ্লপ একটি করে বাইনারী বিট ধারণ করে

()-এর উত্তর:

F=ĀB + AC + BC

= AB + AC + BC (A + A) [: A + A = 1]

= ĀB + AC + ABC +ĀBC

=ĀB +ĀBC + AC + ABC

= AB (1 + C) + AC (1 + B)

= AB + AC [:1+ X = 1]

()-এর উত্তর:

চিত্র থেকে পাই,





(ঘ)-এর উত্তর:


Y এর সরলীকৃত মানকে NAND গেইট দ্বারা বাস্তবায়ন।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url