HSC ICT | অধ্যায় ১ | কুমিল্লা বাের্ড-২০১৭
প্রশ্ন নং-১৩: কুমিল্লা বাের্ড-২০১৭
বাংলাদেশের প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিওর মাধ্যমে দেশের তৃতীয় সমুদ্রবন্দর হিসেবে পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত পায়রাবন্দর উদ্বোধন করেন। অপরদিকে দেশের শিক্ষামন্ত্রী সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ইলেকট্রনিক উপায়ে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণের কথা বলার প্রেক্ষিতে ABC কলেজের পরিচালনা পরিষদ শিক্ষার্থীদের জন্য ফেস-রিকগনিশন পদ্ধতি চালু করার কথা ভাবছে। যদিও বর্তমানে শিক্ষকদের জন্য আঙ্গুলের ছাপ পদ্ধতি চালু আছে।
(ক) ই-কমার্স কী?
(খ) শীতলীকরণ প্রক্রিয়ায় চিকিৎসা দেয়া সম্ভব'- ব্যাখ্যা কর।
(গ) উদ্দীপকে সমুদ্রবন্দর উদ্বোধনের জন্য ব্যবহৃত প্রযুক্তিটির সুবিধাগুলাে কি কি? ব্যাখ্যা কর।
(ঘ) উদ্দীপকে কম সময়ে উপস্থিতি নিশ্চিতকরণের ক্ষেত্রে কোনটির প্রাধান্য দেয়া কলেজের জন্য বেশি যুক্তিযুক্ত হবে?- বিশ্লেষণ কর।
(ক)-এর উত্তর:
বর্তমানে বিশ্বের প্রায় সকল দেশের মধ্যে বিস্তৃত ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের মধ্যে লেনদেনকে ই-কমার্স (E-Commerce) বলে।
(খ)-এর উত্তর:
শীতলীকরণ প্রক্রিয়ায় চিকিৎসা দেওয়া সম্ভব। শীতলীকরণ প্রক্রিয়ার চিকিত্সা হল ক্রায়োসার্জারী। ক্রায়ােসার্জারি হলাে এমন একটি সিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় শরীরের অস্বাভাবিক বা রােগাক্রান্ত কোষগুলােকে ধ্বংস করা যায়। যে তাপমাত্রায় বরফ জমাট বাঁধে দেহকোষে তার চেয়েও নিম্ন তাপমাত্রায় ধ্বংসাত্মক শক্তির সুবিধাকে গ্রহণ করে ক্রায়ােসার্জির কাজ করে। এতে নিম্ন তাপমাত্রায় দেহকোষের অভ্যন্তরস্থ বরফ ক্রিস্টালগুলাের বিশেষ আকার বা বিন্যাসকে ছিন্ন করে দূরে সরিয়ে দেয়া যায়। ক্রায়ােসার্জারির সাধরণ পৃথক পৃথকভাবে তরল নাইট্রোজেন, কার্বন ডাই-অক্সাইডের তুষার, আর্গন এবং সমন্বিতভাবে ডাইমিথাইল ইথার ও প্রােপেন এর মিশ্রণ ব্যবহার করা হয়। এদের কোনাে কোনােটি- 41° C তাপমাত্রার উদ্ভব ঘটায়।
(গ)-এর উত্তর:
উদ্দীপকে সমুদ্রবন্দর উদ্বোধনের জন্য ব্যবহৃত প্রযুক্তিটি হল ভিডিও কনফারেন্সিং টেলিকমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে দুই বা ততােধিক ভৌগলিক অবস্থানে অডিও এবং ভিডিও এর যুগপৎ উভমুখী স্থানান্তর কার প্রক্রিয়াকে ভিডিও কনফারন্সিং বলে। টেলিকনফারেন্সিং এর মতােই ভিডিও কনফারেন্সিং ব্যবস্থায় অংশগ্রহণকারীর কথােপকথন করতে পারে। অধিকন্তু ভিডিও কনফারেন্সিং ব্যবস্থায় মনিটর বা পর্দায় অংশগ্রহণকারীরা পরস্পরের সম্মুখীন হয়ে একে অন্যকে দেখে কথােপকথনে অংশগ্রহণ করে। এটি একটি ক্রমবর্ধমান আন্তর্জাতিক যােগাযােগ ব্যবস্থা। এক জায়গা থেকে অন্য জায়গায় বা এক দেশ হতে অন্য দেশে যে কোন ব্যক্তি ইন্টারনেট সংযােগের মাধ্যমে ভিডিও কনফারেন্সিং করতে পারে । বর্তমানে ভিডিও কনফারেন্সিং ব্যবসা বাণিজ্য ছাড়াও শিক্ষা, স্বাস্থ্য খাতে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। স্বাক্ষ্য খাতে ডাক্তারদের সাথে পরামর্শ করা বা দূরের রােগীদের সাথে সাথে কথা বলতে এই ধরনের কনফারেন্সিং ব্যবহৃত হতে পারে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ছাত্ররা ঘরে বসে ক্লাসে অংশ নিতে পারে। ভিডিও কনফারেন্সিং এ ছাত্র ও শিক্ষককে প্রচলিত ক্লাস রুমের পরিবর্তে নির্দিষ্ট যান্ত্রিক ব্যবস্থা সম্পন্ন রুমে নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে হয়।
(ঘ)-এর উত্তর:
উদ্দীপকে কম সময়ে উপস্থিতি নিশ্চিতকরণে আঙ্গুলের ছাপ পদ্ধতি বা ফিংগার প্রিন্ট পদ্ধতির প্রাধান্য দেওয়া উচিত। এই পদ্ধতিতে সনাক্তকরণে খুবই কম সময় লাগে এবং সফলতার পরিমাণ প্রায় শতভাগ । ফিংগার প্রিন্ট রিডার হচ্ছে বহুল ব্যবহৃত একটি বায়ােমেট্রিক ডিভাইস যার সাহায্যে মানুষের আঙ্গুলের ছাপ বা টিপসইকে ইনপুট হিসেবে গ্রহণ করে তা পূর্বে থেকে সংরক্ষিত আঙ্গুলের ছাপ বা টিপসইয়ের সাথে মিলিয়ে পরীক্ষা করা হয়। ফিংগার প্রিন্ট বায়ােমেট্রিক প্রযুক্তি ব্যবহার করার পূর্বেই ব্যবহারকারীর আঙ্গুলের ছাপ ডেটাবেজে সংরক্ষণ করতে হয়। পরবর্তীতে এই রিডার আঙ্গুলের নিচের অংশের ত্বককে রীড করে সংরক্ষিত ছাপের সাথে তুলনা করে। রিভারটি ত্বকের টিস্যু এবং ত্বকের নীচের রক্ত সঞ্চালনের উপর ভিত্তি করে ইলেকট্রোমেগনেটিক পদ্ধতিতে কাজ করে থাকে। অন্যদিকে ফেলরিকগনিশন পদ্ধতিতে সনাক্তকরণে তুলনামূলক বেশি সময় লাগে। এছাড়া ক্যামেরা ছাড়া এই প্রযুক্তি ব্যবহার করা যায় । তছাড়া ক্যামেরায় আলাের পার্থক্যের কারণে অনেক ক্ষেত্রে জটিলতার। সৃষ্টি হয়। চুলের স্টাইল পরিবর্তন, মেকআপ ব্যবহার, গহনা ব্যবহার ইত্যাদি মুখমন্ডল সনাক্তকরণকে ব্যাহত করে।