HSC ICT CHAPTER 3.1 MCQ- BCD Code | Board MCQ ( Number System ) | এইচ.এস.সি ICT অধ্যায় ৩.১ ( সংখ্যা পদ্ধতি ) বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান

  

HSC ICT CHAPTER 3.1 MCQ- BCD Code | Board MCQ ( Number System ) | এইচ.এস.সি ICT অধ্যায় ৩.১ ( সংখ্যা পদ্ধতি ) বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান 

এখানে HSC ICT CHAPTER 3.1 MCQ- BCD Code ফ্রি Pdf Download ফাইল লিঙ্ক দেয়া হয়েছে । HSC ICT CHAPTER 3.1 MCQ- BCD Code | Board MCQ ( Number System ) টি সম্পুর্ন বিনামূল্যে Download করতে পারবে।ঘরে বসে সকল ছাত্র ছাত্রী যাতে ফ্রিতে পড়াশোনা প্র্যাকটিস করতে পারে এর জন্য আমাদের এই উদ্যোগ। HSC ICT CHAPTER 3.1 MCQ এর সকল PDF Download করুন এবং শেয়ার করে টাইম্লাইনে রেখে দিন।লিঙ্ক নিচে দেয়া আছে।এখন ই Download করে নিন।HSC ICT CHAPTER 3.1 MCQ- BCD Code | Board MCQ ( Number System ) | এইচ.এস.সি ICT অধ্যায় ৩.১ ( সংখ্যা পদ্ধতি ) বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান
বিসিডি কোড-BCD Code

১২৫। BCD কোড সর্ব প্রথম কোকারা ব্যবহার করে?
(ক) Gottfried Leibniz
(খ) IBM
(গ) ANSI
(ঘ) Xerox
উত্তর: (খ) IBM
ব্যাখ্যা:
বিসিডি (BCD) কোড: BCD শব্দ সংক্ষেপটির পূর্ণরূপ হলাে Binary Coded Decimal। দশমিক সংখ্যার প্রতিটি অংককে সমতুল্য বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকে বিসিডি কোড বলে। দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের নিমিত্তে এই কোড ব্যবহৃত হয়। 0 থেকে 9 এ দশটি অংকের প্রতিটিকে নির্দেশের জন্য 4 টি বাইনারি অংক প্রয়ােজন। 4 টি
বিট দ্বারা 2 অর্থাৎ 16 টি ভিন্ন অবস্থা নির্দেশ করা যায়। বিভিন্ন প্রকার কোডের মধ্যে BCD 8421 কোড বা NBCD কোড বিশেষভাবে উল্লেখ্যযােগ্য এবং বহুল ব্যবহৃত। IBM সর্বপ্রথম BCD কোড ব্যবহার করে। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।

১২৬। কোন কোড দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে?[দি. বাে. ১৬]
(ক) ASCII
(খ) EBCDIC 
(গ) UNICODE
(ঘ) BCD
উত্তর: (ঘ) BCD
Note: পূর্বের প্রশ্নের ব্যাখ্যা দেখুন।

১২৭। BCD এর পূর্ণরূপ-
(ক) Binary Coded Decimal
(খ) Bar Coded Decimal
(গ) Binary Compact Decimal 
(ঘ) Best Coded Decimal
উত্তর: (ক) Binary Coded Decimal
Note: পূর্বের ১১৫নং প্রশ্নের ব্যাখ্যায় দেখুন।

১২৮। BCD কোডের মধ্যে কোনটি বেশি ব্যবহৃত ও জনপ্রিয়?
(ক) BCD 8421
(খ) BCD 7421
(গ) BCD 5421
(ঘ) BCD 2421
উত্তর: (ক) BCD 8421
Note: পূর্বের ১২৫নং প্রশ্নের ব্যাখ্যায় দেখুন।

১২৯। BCD কোড কত বিটের? [ববাে: ২০১৬]
(ক) 2
(খ) 4
(গ) 8
(ঘ) 16
উত্তর: (খ) 4
Note: পূর্বের ১২৫নং প্রশ্নের ব্যাখ্যায় দেখুন।

১৩০। (78)10 এর BCD মান কত? [রা.বাে: ২০১৬]
(ক) 01111001
(খ) 01111000
(গ) 01101000
(ঘ) 0110110)
উত্তর: (খ) 01111000

১৩১। ৯১ এর BCD কোড হল-
(ক) 1000001
(খ) 11111111 
(গ) 10011
(ঘ) 10000001
উত্তর: (ক) 10010001

১৩২।(130)10 এর BCD কোড কত?
(ক) (000100110000)BCD
(খ) (000000110001)BCD
(গ) (000100000011)BCD
(ঘ) (001100000001)BCD
উত্তর: (ক) (000 100110000)BCD

১৩৩। (৭২)১০ এর BCD কোড কোনটি?  [ ববাে: ২০১৬]
(ক) (11110)BCD 
(খ) (111001)BCD
(গ) (111010)BCD 
(ঘ) (01110010)BCD
উত্তর: (ঘ) (01110010)BCD

১৩৪। কোনটি নিউমেরিক কোড?
(ক) BCD
(খ) ASCII
(গ) EBCDIC 
(ঘ) Unicode
উত্তর: (ক) BCD
ব্যাখ্যা:
BCD হল নিউমেরিক কোড অর্থাৎ কোড এ শুধুমাত্র নাম্বার নিয়ে কাজ করে। অন্য তিনটি কোডই হল আলফানিউমেরিক কোড যা অক্ষর (Letter), নাম্বার (Number), গাণিতিক চিহ্ন ও কিছু বিশেষ চিহ্ন নিয়েও কাজ করে। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।


👉শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথা 👈

আসসালামুয়ালাইকুম!!!প্রিয় শিক্ষার্থী ! এই ওয়েব সাইটে ভিজিটের জন্য ধন্যবাদ । এখানে তুমি HSC-Science-Arts-Commerce / Admission Test/A unit/B Unit/C Unit/D Unit এর পড়াশোনার সমস্ত উপকরন পাবে সম্পুর্ন ফ্রিতে Download। বাজার থেকে যে Notes নোট বা Guide গাইড অনেক টাকা দিয়ে ক্রয় করতে হয় সে নোট / গাইড Lecture Sheet গুলা তুমি পাচ্ছো সম্পূর্ণ Free Download । আমাদের ওয়েবসাইটে সকল শ্রেণীর শিক্ষা উপকরন পাচ্ছো একেবারে ফ্রিতে । ভাল লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। আপডেট পেতে নিয়মিত ভিজিট কর।

নিচের লিঙ্ক থেকে Download করে নিতে পারো তোমার প্রয়োজনীয় ফাইল। 

👉একাদশ-দ্বাদশ শ্রেণীর সকল গাইড ফ্রি Pdf Download 

👉HSC ICT MCQ প্র্যাকটিস করুন এখান থেকে 

👉HSC ICT সৃজনশীল প্র্যাকটিস করুন এখান থেকে 

👉বিশ্ববিদ্যালয় ICT প্র্যাকটিস করুন এখান থেকে 

👉বিশ্ববিদ্যালয় সকল Unit Suggestion এখানে

আমাদের পেজে লাইক দিয়ে সাথে থাকুন 

নিচের ডাউনলােড এ  ক্লিক করে HSC ICT CHAPTER 3.1 MCQ- BCD Code | Board MCQ ( Number System ) | এইচ.এস.সি ICT অধ্যায় ৩.১ ( সংখ্যা পদ্ধতি ) বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান   ডাউনলােড করে নিন।


HSC ICT CHAPTER 3.1 MCQ | Board MCQ ( Number System ) এইচ এস সি আই সি টি অধ্যায় ৩.১ ( সংখ্যা পদ্ধতি ) বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান



Tag: HSC ICT CHAPTER 3,hsc ict chapter 3.1,hsc ict number system, hsc ict সংখ্যা পদ্ধতি, hsc ict 3.1 board mcq solve,hsc ict mcq suggestions, hsc ict mcq tricks,hsc ict mcq tips,hsc ict final suggestion 2021,hsc ict short syllabus 2021

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url