HSC ICT CHAPTER 3.1 Hexadecimal-হেক্সাডেসিমাল MCQ | Board MCQ ( Number System ) | এইচ এস সি আই সি টি অধ্যায় ৩.১ ( সংখ্যা পদ্ধতি ) বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান

HSC ICT CHAPTER 3.1 Hexadecimal-হেক্সাডেসিমাল MCQ | Board MCQ ( Number System ) | এইচ এস সি আই সি টি অধ্যায় ৩.১ ( সংখ্যা পদ্ধতি ) বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান 

এখানে HSC ICT CHAPTER 3.1 Hexadecimal-হেক্সাডেসিমাল MCQ  ফ্রি Pdf Download ফাইল লিঙ্ক দেয়া হয়েছে । HSC ICT CHAPTER 3.1 Hexadecimal-হেক্সাডেসিমাল MCQ  | Board MCQ ( Number System ) টি সম্পুর্ন বিনামূল্যে Download করতে পারবে।ঘরে বসে সকল ছাত্র ছাত্রী যাতে ফ্রিতে পড়াশোনা প্র্যাকটিস করতে পারে এর জন্য আমাদের এই উদ্যোগ। HSC ICT CHAPTER 3.1 MCQ এর সকল PDF Download করুন এবং শেয়ার করে টাইম্লাইনে রেখে দিন।লিঙ্ক নিচে দেয়া আছে।এখন ই Download করে নিন।

HSC ICT CHAPTER 3.1 Hexadecimal-হেক্সাডেসিমাল MCQ | Board MCQ ( Number System ) | এইচ এস সি আই সি টি অধ্যায় ৩.১ ( সংখ্যা পদ্ধতি ) বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান


👉শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথা 👈

আসসালামুয়ালাইকুম!!!প্রিয় শিক্ষার্থী ! এই ওয়েব সাইটে ভিজিটের জন্য ধন্যবাদ । এখানে তুমি HSC-Science-Arts-Commerce / Admission Test/A unit/B Unit/C Unit/D Unit এর পড়াশোনার সমস্ত উপকরন পাবে সম্পুর্ন ফ্রিতে Download। বাজার থেকে যে Notes নোট বা Guide গাইড অনেক টাকা দিয়ে ক্রয় করতে হয় সে নোট / গাইড Lecture Sheet গুলা তুমি পাচ্ছো সম্পূর্ণ Free Download । আমাদের ওয়েবসাইটে সকল শ্রেণীর শিক্ষা উপকরন পাচ্ছো একেবারে ফ্রিতে । ভাল লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। আপডেট পেতে নিয়মিত ভিজিট কর।

নিচের লিঙ্ক থেকে Download করে নিতে পারো তোমার প্রয়োজনীয় ফাইল। 

👉একাদশ-দ্বাদশ শ্রেণীর সকল গাইড ফ্রি Pdf Download 

👉HSC ICT MCQ প্র্যাকটিস করুন এখান থেকে 

👉HSC ICT সৃজনশীল প্র্যাকটিস করুন এখান থেকে 

👉বিশ্ববিদ্যালয় ICT প্র্যাকটিস করুন এখান থেকে 

👉বিশ্ববিদ্যালয় সকল Unit Suggestion এখানে

আমাদের পেজে লাইক দিয়ে সাথে থাকুন 

HSC ICT CHAPTER 3.1 Hexadecimal-হেক্সাডেসিমাল MCQ | Board MCQ ( Number System ) | এইচ এস সি আই সি টি অধ্যায় ৩.১ ( সংখ্যা পদ্ধতি ) বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান 

Hexadecimal-হেক্সাডেসিমাল

৭১। 4C এর বাইনারি সংখ্যা হলাে-
(ক) 11001100
(খ) 01001100
(গ) 01001010
(ঘ) 01001101
উত্তর: (খ) 01001100

৭২। ১৬ ভিত্তিক সংখ্যায় ইংরেজি বর্ণমালার কয়টি প্রতীক রয়েছে?
(ক) চারটি
(খ) ছয়টি
(গ) আটটি
(ঘ) ৫টি
উত্তর: (খ) ছয়টি
ব্যাখ্যাঃ
হেক্সাডেসিমেল পদ্ধতি: যে সংখ্যা পদ্ধতিতে ১৬টি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। এই পদ্ধতিতে 0,1,2,3,4,5,6,7,8,9 এই দশটি অঙ্ক এবং A, B, C, D, E, F এই ছয়টি ইংরেজী বর্ণমালার প্রতীক রয়েছে। এ পদ্ধতির ভিত্তি হলো 16.।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।

৭৩। 2 BAD, ৪C কোন ধরণের সংখ্যা? [দিবাে: ২০১৯]
(ক) দশমিক 
(খ) বাইনারী
(গ) অকটাল
(ঘ) হেক্সাডেসিমেল
উত্তর: (ঘ) হেক্সাডেসিমেল
Note: পূর্বের প্রশ্নের ব্যাখ্যা দেখুন।

২৪। হেক্সাডেসিমাল পদ্ধতির ভিত্তি বা বেজ কত?
(ক) 2
(খ) 8 
(গ) 10
(ঘ) 16
উত্তর: (ঘ) ১৬
Note: পূর্বের ৭২নং প্রশ্নের ব্যাখ্যা দেখুন।

৭৫। 1, 8, F ধারাটির পরবর্তী মান কত? [চ.বাে. ২০১৭
(ক) A
(খ) B 
(গ) 16 
(ঘ) 22
উত্তর: (গ) 16
ব্যাখ্যা:
1, 8, F ধারাটি সমান্তর ধারার অন্তর্ভুক্ত।
পদগুলাের পার্থক্য = 8 -1 = F - 8 = 7
পরবর্তী পদ = F +7= (16)16
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।

৭৬। 4, 8, C অণুক্রমটির পরের মান কত? [সম্মিলিত বাের্ড-২০১৮]
(ক) D
(খ) F
(গ) 10
(ঘ) 16
উত্তর: (গ) 10
ব্যাখ্যা: প্রদত্ত অনুক্রমটি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির । কারণ অনুক্রমে C উপস্থিত। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতেই A, B, C, D, E, F থাকে। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির 4, 8 ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে ও 4, 8. কিন্তু ডেসিমাল সংখ্যা পদ্ধতির ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে A, B, C, D, E, F,

৭৭। হেক্সাডেসিমাল F এর পরের সংখ্যা কোনটি?
(ক) FO
(খ) F1 
(গ) 10 
(ঘ) 20
উত্তর: (গ) 10
ব্যাখ্যা:
F + 1 = 10
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।

৭৮। EFF এর পরের সংখ্যাটি কত? [সি.বাে: ২০১৯]
(ক) 100
(খ) 200 
(গ) FO0
(ঘ) FF0
উত্তর: (গ) FOO
ব্যাখ্যা:
(EFF)16 = (11101111 1111)2
111011111111 + 1
(111100000000)2 = (F00)16
EFF এর পরের সংখ্যা = F00
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।

৭৯। (1011110.1)-এর হেক্সাডেসিমাল সংখ্যা কোনটি? [সিবো: ২০১৬] 
(ক) DD.1 
(খ) DE.1
(গ) DE.8
(ঘ) ED.8
উত্তর: (গ) DE.8

৮০। (11011.11011l) এর সমতুল্য হেক্সাডেসিমেল সংখ্যা কত? [সি.বাে: ২০১৯]
(ক) 1B.37 
(খ) 1B.DC 
(গ) D8.DC 
(ঘ) D8.37
উত্তর: (ক) IB.37

৮১। (১১১০.১১)2 এর সমকক্ষ হেক্সাডেসিমেলের সংখ্যা কোনটি? [ঢা.বাে: ২০১৯]
(ক) E.A 
(খ) E.C 
(গ) C.E
(ঘ) E.3
উত্তর: (ঘ) E.C
Note: পূর্বের ৮০নং প্রশ্নের ব্যাখ্যার অনুরূপ।

৮২। (100101.101011)2 এর হেক্সাডেসিমেল মান কত? [সি. বাে-১৬]
(ক) 25.AC 
(খ) 45.53 
(গ) 37.53 
(ঘ) 94.AC
উত্তর: (ক) 25.AC
Note: পূর্বের ৮০নং প্রশ্নের ব্যাখ্যার অনূরূপ।

৮৩। দশমিকে 94 হলে হেক্সাডেসিমালে হবে-
(ক) 5E
(খ) 5F
গ) 6E
(ঘ) 6F
উত্তর: (ক) 5E

৮৪। হেক্সাডেসিমাল F এর মান বাইনারিতে
(ক) 1101
(খ) 1010
(গ) 1110 
(ঘ) 1111
উত্তর: (ঘ) 1111

৮৫। (1110.11)2 এর সমকক্ষ হেক্সাডেসিমাল সংখ্যা কোনটি? [াবে.২০১৭
(ক) E.3 
(খ) E.8 
(গ) E.C 
(ঘ) C.E
উত্তর: (গ) E.C

৮৬। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির E ডিজিটের সমতুল্য সংখ্যা কোনটি?
(ক) 10
(খ) 11 
(গ) 13
(ঘ) 14
উত্তর: (খ) 11

৮৭। হেক্সাডেসিমালে 4 এর সমতুল্য দশমিক মান কত? মি. বাে: ২০১৬||
(ক) 17
(খ) 52 
(গ) 64 
(ঘ) 77
উত্তর: (ঘ) 77
৮৮। (AID) এর সমকক্ষ বাইনারি সংখ্যা কত?
(ক) (101010011101)2 
(খ) (110101010101)2 
(গ) (101001011101)2 
(ঘ) (101000011101)2 
উত্তর: (ঘ) (101000011101)2

৮৯।(100)16 সংখ্যাটির পূর্বের সংখ্যাটি কত?
(ক) 99
(খ) 101
(গ) FF
(ঘ) FFF
উত্তর: (গ) FF
ব্যাখ্যা:
(100)16 = (256)10
256 - 1 = 255 
(255)10 = (FF)16
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।

৯০। (10)16 এর পূর্বের মান কোনটি? [কুবাে: ২০১৯]
(ক) I
(খ) A 
(গ) E 
(ঘ) F
উত্তর: (ঘ) F
Note: পূর্বের প্রশ্নের ব্যাখ্যর অনূরূপ ।

নিচের ডাউনলােড এ  ক্লিক করে HSC ICT CHAPTER 3.1 Hexadecimal-হেক্সাডেসিমাল MCQ | Board MCQ ( Number System ) | এইচ এস সি আই সি টি অধ্যায় ৩.১ ( সংখ্যা পদ্ধতি ) বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান ডাউনলােড করে নিন।


HSC ICT CHAPTER 3.1 MCQ | Board MCQ ( Number System ) এইচ এস সি আই সি টি অধ্যায় ৩.১ ( সংখ্যা পদ্ধতি ) বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান



Tag: HSC ICT CHAPTER 3,hsc ict chapter 3.1,hsc ict number system, hsc ict সংখ্যা পদ্ধতি, hsc ict 3.1 board mcq solve,hsc ict mcq suggestions, hsc ict mcq tricks,hsc ict mcq tips,hsc ict final suggestion 2021,hsc ict short syllabus 2021

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url