HSC ICT CHAPTER 3.1 Decimal-ডেসিমাল MCQ | Board MCQ ( Number System ) | এইচ এস সি আই সি টি অধ্যায় ৩.১ ( সংখ্যা পদ্ধতি ) বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান

HSC ICT CHAPTER 3.1 Decimal-ডেসিমাল MCQ | Board MCQ ( Number System ) | এইচ এস সি আই সি টি অধ্যায় ৩.১ ( সংখ্যা পদ্ধতি ) বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান 

এখানে HSC ICT CHAPTER 3.1 Decimal-ডেসিমাল MCQ  ফ্রি Pdf Download ফাইল লিঙ্ক দেয়া হয়েছে । HSC ICT CHAPTER 3.1 Decimal-ডেসিমাল MCQ  | Board MCQ ( Number System ) টি সম্পুর্ন বিনামূল্যে Download করতে পারবে।ঘরে বসে সকল ছাত্র ছাত্রী যাতে ফ্রিতে পড়াশোনা প্র্যাকটিস করতে পারে এর জন্য আমাদের এই উদ্যোগ। HSC ICT CHAPTER 3.1 MCQ এর সকল PDF Download করুন এবং শেয়ার করে টাইম্লাইনে রেখে দিন।লিঙ্ক নিচে দেয়া আছে।এখন ই Download করে নিন।


HSC ICT CHAPTER 3.1 MCQ | Board MCQ ( Number System ) এইচ এস সি আই সি টি অধ্যায় ৩.১ ( সংখ্যা পদ্ধতি ) বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান


👉শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথা 👈

আসসালামুয়ালাইকুম!!!

                                  প্রিয় শিক্ষার্থী ! এই ওয়েব সাইটে ভিজিটের জন্য ধন্যবাদ । এখানে তুমি HSC-Science-Arts-Commerce / Admission Test/A unit/B Unit/C Unit/D Unit এর পড়াশোনার সমস্ত উপকরন পাবে সম্পুর্ন ফ্রিতে Download। বাজার থেকে যে Notes নোট বা Guide গাইড অনেক টাকা দিয়ে ক্রয় করতে হয় সে নোট / গাইড Lecture Sheet গুলা তুমি পাচ্ছো সম্পূর্ণ Free Download । আমাদের ওয়েবসাইটে সকল শ্রেণীর শিক্ষা উপকরন পাচ্ছো একেবারে ফ্রিতে । ভাল লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। আপডেট পেতে নিয়মিত ভিজিট কর।

নিচের লিঙ্ক থেকে Download করে নিতে পারো তোমার প্রয়োজনীয় ফাইল। 

👉একাদশ-দ্বাদশ শ্রেণীর সকল গাইড ফ্রি Pdf Download 

👉HSC ICT MCQ প্র্যাকটিস করুন এখান থেকে 

👉HSC ICT সৃজনশীল প্র্যাকটিস করুন এখান থেকে 

👉বিশ্ববিদ্যালয় ICT প্র্যাকটিস করুন এখান থেকে 

👉বিশ্ববিদ্যালয় সকল Unit Suggestion এখানে

আমাদের পেজে লাইক দিয়ে সাথে থাকুন 

HSC ICT CHAPTER 3.1 Decimal-ডেসিমাল MCQ | Board MCQ ( Number System ) | এইচ এস সি আই সি টি অধ্যায় ৩.১ ( সংখ্যা পদ্ধতি ) বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান 

ডেসিমাল
৫৫। ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? [যবাে: ২০১৬]
(ক) 2
(খ) 8 
(গ) 10
(ঘ) 16 
উত্তর: (গ) 10
ব্যাখ্যা:
ডেসিমাল সংখ্যা পদ্ধতি: যে সংখ্যা পদ্ধতিতে 10 টি অঙ্ক (Digit) ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয়। প্রাচীন ভারতে এই পদ্ধতির প্রচলন প্রথম শুরু হয় বলে একে হিন্দু সংখ্যা পদ্ধতিও বলা হয়। দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত ডিজিটগুলাে হলাে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। সাধারণ হিসাব-নিকাশের জন্য দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি 10 বিধায় এই পদ্ধতিতে আঙ্কগুলাের স্থানীয় মান হ্রাস-বৃদ্ধি ঘটে দশ গুণ করে। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)। 

৫৬। (10111)2 এর সমতুল্য দশমিক মান কত?
(ক) 22
(খ) 23
(গ) 31
(ঘ) 43
উত্তর: (খ) 23

৫৭। শিক্ষক ছাত্রকে রােল নম্বর লিখতে বলায় সে লিখল 1001। দশমিক পদ্ধতিতে ছাত্রটির রােল নম্বর কত হবে?
(ক) 5
(খ) 9
(গ) 16 
(ঘ) 17
উত্তর: (খ) 9

৫৮। (1101)2 = (?)10
(ক) 12
(খ) 13
(গ) 14 
(ঘ) 15
উত্তর: (গ) 14
Note: পূর্বের প্রশ্নের ব্যাখ্যা দেখুন।

৫৯। শিক্ষক জারাকে জিজ্ঞেস করলেন তােমার ক্লাস রােল কত? জারা। উত্তর দিল 3D সংখ্যাটিকে দশমিক পদ্ধতিতে প্রকাশ করলে হয়-
(ক) 61
(খ) 71 
(গ)81 
(ঘ) 91
উত্তর: (ক) 61

৬০। (A0)16 এর দশমিক সমতুল্য মান কত? [যবাে: ২০১৬]
(ক) ৪)
(খ) 100 
(গ) 160 
(ঘ) 256
উত্তর: (গ) 16)

৬১। বাইনারিতে একটি বইয়ের দাম 1001011 হলে ডেসিমালে কত?
(ক) 70
(খ) 75 
(গ) 78
(ঘ) 80
উত্তর: (খ) 75

৬২। (37.125)10-এর বাইনারি মান কত? [কু.বাে. ২০১৭)
(ক) 100101.01 
(1) 100101.001
(1) 101001.01 
(ঘ) 101001.001
উত্তর: (খ) 100101.001

৬৩। দশমিক চিহ্ন (.) ছাড়া সংখ্যাকে কী বলা হয়?
(ক) ভগ্নাংশ
(খ) অমূলদ সংখ্যা
(গ) জটিল সংখ্যা
(ঘ) পূর্ণসংখ্যা
উত্তর: (ঘ) পূর্ণসংখ্যা
ব্যাখ্যা:
পজিশনাল সংখ্যা পদ্ধতিতে প্রতিটি সংখ্যাকে ডট বা Radix পয়েন্ট (.) দিয়ে পূর্ণাংশ (Integer) ও ভগ্নাংশ (Fraction) এ দুই অংশে ভাগ করা হয়। যেমন— 576.12 একটি সংখ্যা এর 576 হলাে পূর্ণাংশ, এবং 12 হলাে ভগ্নাংশ। দশমিক না থাকলে সংখ্যাটি পূর্ণসংখ্যা হয় ।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।

৬৪। ভগ্নাংশ যুক্ত সংখ্যার Radix পয়েন্টের বাম দিকের অংশকে কী বলে?
(ক) পূর্ণ সংখ্যা
(খ) ভগ্নাংশ
(গ) Radix পয়েন্ট
(ঘ) অমূলদ
উত্তর: (ক) পূর্ণ সংখ্যা
Note: পূর্বের প্রশ্নের ব্যাখ্যা দেখুন।

৬৫। ভগ্নাংশ যুক্ত সংখ্যার Radix পয়েন্টের ডান দিকের অংশকে কী বলে?
(ক) পূর্ণ সংখ্যা
(খ) ভগ্নাংশ
(গ) Radix পয়েন্ট
(ঘ) অমূলদ
উত্তর: (খ) ভগ্নাংশ
Note: পূর্বের ৬৩নং প্রশ্নের ব্যাখ্যা দেখুন ।

৬৬। জারিফ: জানিস, আমার বয়স বাইনারিতে 1101। ইবাদ: তাহলে আমি তাের চেয়ে 1 বছরের বড়। ইবাদের বয়স ডেসিমালে কত বছর?
(ক) 12
(খ) 13 
(গ) 14 
(ঘ) 15
উত্তর: (গ) 14
ব্যাখ্যা:
1101 + 1 = (1110)2 = (14)10 
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।

৬৭। (100)16 সংখ্যাটির সমমানের দশমিক মান কত?
(ক) 99
(খ) 100 
() 255
(ঘ) 256
উত্তর: (ঘ) 256

৬৮। কম্পিউটারে তথ্য প্রদর্শনের কাজে কোন পদ্ধতি ব্যবহৃত হয়?
(ক) বাইনারি
(খ) অক্টাল
(গ) দশমিক
(ঘ) হেক্সাডেসিম্যাল
উত্তর: (গ) দশমিক
ব্যাখ্যা:
কম্পিউটারে তথ্য প্রদর্শন: কম্পিউটার দশমিক পদ্ধতিতে তথ্য প্রদর্শন করে । আমরা দশমিক পদ্ধতি ব্যবহারে অভ্যস্ত বলে কম্পিউটারের প্রক্রিয়াক্রিত তথ্য ডিকোডারের মাধ্যমে বাইনারি থেকে দশমিকে রূপান্তর করে প্রদর্শন করা হয় । অতএব, প্রশটির সঠিক উত্তর (গ)।

৬৯। BABA সংখ্যাটির সমতুল্য দশমিক সংখ্যা কত?
(ক) 47616
(খ) 47626
(গ) 47792 
(ঘ) 47802
উত্তর: (ঘ) 47802

৭০। (71.54)8 এর সমতুল্য মান কত?
(ক) 47.6758
(খ) 57.6875
(গ) 67.6875
(ঘ) 77.6758
উত্তর: (খ) 57.6875

নিচের ডাউনলােড এ  ক্লিক করে HSC ICT CHAPTER 3.1 Decimal-ডেসিমাল MCQ | Board MCQ ( Number System ) | এইচ এস সি আই সি টি অধ্যায় ৩.১ ( সংখ্যা পদ্ধতি ) বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান ডাউনলােড করে নিন।


HSC ICT CHAPTER 3.1 MCQ | Board MCQ ( Number System ) এইচ এস সি আই সি টি অধ্যায় ৩.১ ( সংখ্যা পদ্ধতি ) বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান



Tag: HSC ICT CHAPTER 3,hsc ict chapter 3.1,hsc ict number system, hsc ict সংখ্যা পদ্ধতি, hsc ict 3.1 board mcq solve,hsc ict mcq suggestions, hsc ict mcq tricks,hsc ict mcq tips,hsc ict final suggestion 2021,hsc ict short syllabus 2021

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url