Freelancing এর ধারনা | এটি কি | Freelancing এর খুঁটিনাটি আলোচনা

Freelancing এর ধারনা | এটি কি | Freelancing এর খুঁটিনাটি আলোচনা

Freelancing বিষয়টি সম্পর্কে অনেকের মনেই অনেক প্রশ্ন আছে। যেমন Freelancing কি?  কিভাবে টাকা Income করতে হয়। কিভাবে Dollar বাংলা টাকায় কনভার্ট করতে হয়। কোন ধরনের কাজ দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করা উচিত। কোন মার্কেট প্লেসে কাজ করা উচিত এরকম অনেক প্রশ্নই নতুনদের মনে রয়েছে। এই সব প্রশ্নের সমাধান পাবেন আমাদের এই ওয়েবসাইটে । তাই এই টপিকের নাম দেয়া হয়েছে শুরু থেকে শুরু। আসুন মূল আলোচনা শুরু করি।

Freelancing bangla tutorial


Search and buy domains from Namecheap

Freelancing কি?

সহজ ভাবে বলতে গেলে কোন ধরাবাধা নিয়মে না থেকে স্বাধীন ভাবে কাজ পরিচালনা  করাকে Freelancing বলে। এটি হচ্ছে একধরনের মুক্ত পেশা।

Freelancing কি অনলাইন কাজ করাকে বোঝায়?

না! ফ্রিল্যান্সিং শুধু মাত্র অনলাইন কাজ করাকেই বোঝায় না। এটি অনলাইন অফলাইন সব ভাবেই করা যায়। তবে আমারা অনলাইনের কাজকেই কেবল ফ্রিল্যান্সিং হিসেবে চালিয়ে দিয়ে থাকে। কিন্তু  অফলাইনে অনেক ফ্রিল্যান্সিং আছে এর মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি পরিচিত হচ্ছে কোচিং করানো বা বাসায় গিয়ে টিউশন করানো। 

Freelancing কেনো করা উচিত?

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় একটি ছেলে কিংবা মেয়েকে প্রায় ২৭-২৮ বছর পর্যন্ত পড়াশোনা করতে হয়। আর এর পরেই তারা কেবলমাত্র ভাল কোথাও চাকরির আবেদন করতে পারে। কিন্তু এখানেই সব সমস্যার শুরু আমাদের শিক্ষা ব্যবস্থায় ছাত্র/ ছাত্রীদের শুধু গদবাধা নিয়মে পড়ানো হয় এতে তাদের বেসিক থাকে দুর্বল তাই ২৭/২৮ বছর পড়াশোনা করার পরেও তারা অনেক ইন্টারভিউ দিয়েও ভাল চাকরি পায় না। এর মধ্যে যারা স্কিলফুল হয় তারা ভাল ভাল পজিশনে চাকরি করে। তাই এই অধিক সংখ্যক বেকার সভ্যতায় ফ্রিল্যান্সিং একটি বিশাল সম্ভাবনার জায়গা। 


আসুন একটি গানিতিক হিসাব দেখি।  

একজন ছাত্র ছাত্রী ১ম শ্রেনি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করতে প্রতি মাসে যদি গড়ে ২০০০ টাকা করে খরচ হয় তাহলে ২০০০×১২=২৪,০০০ টাকা বছরে ( প্রাতি ক্লাসে ২৪০০০/-খরচ হয়)

তাহলে HSC পর্যন্ত তার খরচ ১২×২৪,০০০= ২,৮৮,০০০ গড়ে। আপনারা বুঝছেন যে এর চাইতে ও অনেক বেশি খরচ হয় তারপরেও আমরা এটাই ধরি, শুধুমাত্র পড়াশোনা বাবদ  HSC পর্যন্ত একজন স্টুডেন্ট এর এত টাকা খরচ।  এখনো শেষ হয় নাই। 

অনার্স-মাস্টার্স, স্কিল ডেভেলপমেন্ট, চাকরির পড়া এখনো বাকি। আপনারা জানেন পাবলিক ইউনিভার্সিটিতে সিট সংখ্যা খুবি কম তাই বাধ্য হয়েই জাতীয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভর্তি হতে হয়। জাতীয়  বিশ্ববিদ্যালয়ে অনার্স-মাস্টার্স, স্কিল ডেভেলপমেন্ট, চাকরির পড়া দিয়ে প্রায় ২লক্ষ টাকা খরচ হয়। আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে প্রায় ৮লক্ষ টাকা খরচ হয়। তাহলে দেখুন কি পরিমান খরচ হচ্ছে শুধুমাত্র  পড়াশোনা বাবদ কিন্তু এত কিছুর পরে যদি ১৫ হাজার টাকার বেতনের চাকরিতে আপনাকে ৯টা থেকে-৫টা কাজ করতে হয় এর চাইতে কস্টের আর কিছু হতে পারে না।

কিন্তু আপনি যদি Freelancing করতে চান, তাহলে ৬ মাস থেকে ১ বছরের একটি কোর্স খুব ভাল ভাবে আয়ত্ত করতে পারলে মাসে প্রায় লক্ষ টাকা ইনকাম করা সম্ভব হবে এবং অবশ্যই ধরাবাধা নিয়মে নয়। আপনি স্বাধীন ভাবে কাজ করতে পারবেন। আর আপনার অবশ্য ই জানেন ৬ মাস থেকে ১ বছরের একটি কোর্স করতে ১৫ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা লাগবে। আপনি যদি একটি বিসয়ে উপর দক্ষতা অর্জন করেন তাহলে আল্লাহর রহমতে ভবিষ্যৎ নিয়ে আপনাকে আর ভাবতে হবে না ইনশাআল্লাহ।

এখন আপনিই বলুন ফ্রিল্যান্সিং কেন করা উচিত! আমাদের সব সময় উচিত ডেটা ভিত্তিক  গবেষণা করা। এতে করে যে কোন সিদ্ধান্ত নিতে সুবিধা হয় এবং ভূল করার পরিমান কমে যায়।

Free WhoisGuard with Every Domain Purchase at Namecheap

Freelancing শিখতে কি লাগে কত দিন লাগে?

ফ্রিল্যান্সিং শিখতে লাগবে মোট ৩টি জিনিস। 

১। আপনার আগ্রহ বা অদম্য ইচ্ছা শক্তি। 

২। একটি কম্পিউটার বা ল্যাপটপ 

৩। ইন্টারনেট সংযোগ।

ফ্রিল্যান্সিং শিখতে কত দিন লাগবে এটা সম্পুর্ন আমার উপর নির্ভর করছে। যেমন কেউ ৩ মাসের কোর্স করে অনর্গল ইংরেজিতে কথা বলছে আবার অনেকে আছে ক্লাস ওয়ান থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত  ১৭ বছর পড়েও  ইংরেজিতে কথা বলতে পারে না। আসা করি বিষয় টা আপনার কাছে পরিস্কার। সাধারণত ফ্রিল্যান্সিং কোর্স ৬ মাসের অথবা ১ বছরের হয়ে থাকে।

Freelancing শিখে কাজ করবো কোথায়?

ফ্রিল্যান্সিং শিখে আপনি দেশে বিদেশে অনেক যায়গায় কাজ করতে পারবেন। যেমন দেশের বিভিন্ন IT কোম্পানিতে এছাড়া ইন্টারন্যাশনাল বিভিন্ন মার্কেট প্লেসে যেমন Fiverr, Upwork, Freelancer.com, People Per Hour এই রকম আরো অনেক মার্কেট প্লেস রয়েছে যেখানে আপনি কাজ করতে পারবেন।

মার্কেট প্লেসে কাজ শুরু করবো কিভাবে? 

ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ শুরু করার জন্য আপনার প্রথমে ঐ মার্কেট প্লেসে একটি একাউন্ট খুলতে হবে তারপর প্রফাইল প্রস্তুত করতে হবে।  Fiverr Account খুলতে এখানে ক্লিক করুন এবং Upwork Account খুলতে এখানে ক্লিক করুন -তারপরে আপনার একটি ওয়েবসাইট তৈরি করতে হবে।আপনি চাইলে ফ্রিতে কিংবা টাকা দিয়ে ডোমেইন হোস্টিং কিনতে পারেন।  তবে একজন ফ্রিল্যান্সার হিসেবে অবশ্য ই আপনার একটি Portfolio Website থাকতে হবে। এতে করে ক্লাইন্টের কাছে আপনার পরিচয় স্পষ্ট হবে।

এই ধরনের আরো যত প্রশ্ন আছে আপনাদের সকল প্রশ্নের উত্তর পুর্নাঙ্গ কোর্সের মধ্যে বিস্তারিত ভাবে বলা হবে। আমার সাথে ধর্য ধরে এগুতে থাকুন ইনশাআল্লাহ অনেক কিছু সহজ ভাবে শিখতে পারবেন।

👉শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথা 👈

আসসালামুয়ালাইকুম!!!প্রিয় শিক্ষার্থী ! এই ওয়েব সাইটে ভিজিটের জন্য ধন্যবাদ । এখানে তুমি Freelancing সহ  HSC-Science-Arts-Commerce / Admission Test/A unit/B Unit/C Unit/D Unit এর পড়াশোনার সমস্ত উপকরন পাবে সম্পুর্ন ফ্রিতে Download। বাজার থেকে যে Notes নোট বা Guide গাইড অনেক টাকা দিয়ে ক্রয় করতে হয় সে নোট / গাইড Lecture Sheet গুলা তুমি পাচ্ছো সম্পূর্ণ Free Download । আমাদের ওয়েবসাইটে সকল শ্রেণীর শিক্ষা উপকরন পাচ্ছো একেবারে ফ্রিতে । ভাল লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। আপডেট পেতে নিয়মিত ভিজিট কর।

নিচের লিঙ্ক থেকে Download করে নিতে পারো তোমার প্রয়োজনীয় ফাইল! 


আমাদের পেজে লাইক দিয়ে সাথে থাকুন 

নিচের ডাউনলােড এ  ক্লিক করে Freelancing এর ধারনা | এটি কি | Freelancing এর খুঁটিনাটি আলোচনা  ডাউনলােড করে নিন।


HSC ICT CHAPTER 3.1 MCQ | Board MCQ ( Number System ) এইচ এস সি আই সি টি অধ্যায় ৩.১ ( সংখ্যা পদ্ধতি ) বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান



Tag: Fiverr, Upwork, Digital Marketing, Graphics Design,Web Design- Development, SEO (Search Engine Optimization ), HTML, CSS, JAVA Script, Bootstrap, Illustrator, Photoshop, Premiere Pro, WordPress, JAVA, C++, Oracle ,

Free WhoisGuard with Every Domain Purchase at Namecheap
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url