HSC ICT CHAPTER 3.1 বাইনারি যােগ MCQ | Board MCQ ( Number System ) | এইচ এস সি আই সি টি অধ্যায় ৩.১ ( সংখ্যা পদ্ধতি ) বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান

 

HSC ICT CHAPTER 3.1 বাইনারি যােগ MCQ | Board MCQ ( Number System ) | এইচ এস সি আই সি টি অধ্যায় ৩.১ ( সংখ্যা পদ্ধতি ) বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান 

এখানে HSC ICT CHAPTER 3.1 বাইনারি যােগ MCQ  ফ্রি Pdf Download ফাইল লিঙ্ক দেয়া হয়েছে । HSC ICT CHAPTER 3.1 বাইনারি যােগ MCQ  | Board MCQ ( Number System ) টি সম্পুর্ন বিনামূল্যে Download করতে পারবে।ঘরে বসে সকল ছাত্র ছাত্রী যাতে ফ্রিতে পড়াশোনা প্র্যাকটিস করতে পারে এর জন্য আমাদের এই উদ্যোগ। HSC ICT CHAPTER 3.1 MCQ এর সকল PDF Download করুন এবং শেয়ার করে টাইম্লাইনে রেখে দিন।লিঙ্ক নিচে দেয়া আছে।এখন ই Download করে নিন।



HSC ICT CHAPTER 3.1 বাইনারি যােগ MCQ | Board MCQ ( Number System ) | এইচ এস সি আই সি টি অধ্যায় ৩.১ ( সংখ্যা পদ্ধতি ) বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান



বাইনারি যােগ

৯১। কম্পিউটারে যােগ, বিয়ােগ, গুণ ও ভাগ করা হয় কোন প্রক্রিয়ায়?
(ক) সাধারণ যােগ, বিয়ােগ, গুণ ও ভাগ প্রক্রিয়ায়
(খ) শুধুমাত্র যােগ প্রক্রিয়ায়
(গ) শুধুমাত্র বিয়ােগ প্রক্রিয়ায়
(ঘ) শুধুমাত্র গুণ প্রক্রিয়ায়
উত্তর: (খ) শুধুমাত্র যােগ প্রক্রিয়ায়
ব্যাখ্যা:
কম্পিউটারের যাবতীর গাণিতিক কাজ বাইনারি যােগের মাধ্যমে সম্পন্ন করা হয়। একারণেই কম্পিউটার বিজ্ঞানে বাইনারি যােগ খুব গুরুত্বপূর্ণ অপারেশন। গুণ হলাে বার বার যােগ করা এবং ভাগ হলাে বার বার বিয়ােগ করা। আবার পূরক পদ্ধতিতে বাইনারি যােগের মাধ্যমেই বিয়ােগ করা যায়। কাজেই যােগ করতে পারার মানেই হলাে গুণ, বিয়ােগ এবং ভাগ করতে পারা। অতএব, সঠিক উত্তর (খ)।

৯২। বাইনারি পদ্ধতিতে ভাগ করা হয় কীভাবে?
(ক) বার বার যােগ করে 
(খ) বার বার বিয়ােগ করে।
(গ) বার বার গুণ করে 
(ঘ) বার বার ভাগ করে
উত্তর: (খ) বার বার বিয়ােগ করে
Note: পূর্বের প্রশ্নের ব্যাখা দেখুন।

৯৩। বাইনারি নিয়মে গুণ করা মানে-
(ক) বার বার যােগ
(খ) বার বার বিয়ােগ
(গ) বার বার গুণ
(ঘ) বার বার ভাগ
উত্তর: (ক) বার বার যােগ।
Note: পূর্বের ৯১নং প্রশ্নের ব্যাখা দেখুন।

৯৪। কোন সংখ্যাটি বৃহত্তম?
(ক) (1000) 
(খ) (11) 
(গ)  (7)16 
(ঘ) (1010)2
উত্তর: (ঘ) (1010)2
ব্যাখ্যা:
১ম সংখ্যাটি = (1000)2
২য় সংখ্যাটি = (11)8 = (1001)2
৩য় সংখ্যাটি = (7)16 = (0111)2
৪র্থ সংখ্যাটি = (1010)2
সুতরাং দেখা যাচ্ছে যে, (1010)2 বৃহত্তম।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।

আমাদের পেজে লাইক দিয়ে সাথে থাকুন 

৯৫।(101)2 + (100)2 = ?
(ক) 910
(খ) 10112 
(গ) A16
(ঘ) 138
উত্তর: (ক) 910
ব্যাখ্যা:
(101)2 + (100)2  =(1001)2  = (9)16 (11)8 = (9)16
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।

৯৬। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি A এবং F এর যােগফল হবে-
(ক) (19)8 
(খ) (31)8 
(গ) (29)8 
(ঘ) (AF)16
উত্তর: (ক) (19)8 

৯৭। (100)এবং (AA)16 এর যােগফল কত? [চ.বাে, ২০১৭]
(ক) 1 AA 
(খ) 1 B 
(গ) AF
(ঘ) AE
উত্তর: (ঘ) AE

৯৮। (1F)16 এর সাথে 1 যােগ করলে কত হবে? |সি. বাে-১৬]
(ক) (1F)16
(খ) (2F)16
(গ) (20)16
(ঘ) (21F)16
উত্তর: (গ) (20)16
ব্যাখ্যা:
1F + 1 = 20.
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।

৯৯। (3D)16 ও (AB)16  এর যােগফল কত?
(ক) (E8)16 
(খ) (D8)16 
(গ) (F4)16 
(ঘ) (148)16
উত্তর: (ক) (E8)16 

১০০। (A + B +C)16 এর সমতুল্য মান কোনটি? [কু.বাে: ২০১৯]
(ক) (33)8 
(খ) (100001)2
(গ) (ABC)16 
(ঘ) (CBA)16
উত্তর: (খ) (100001)2

১০১। ১+১+১ এর বাইনারি যােগফল কত?
(ক) যোগফল = ০, ক্যারি = ০ 
(খ) যােগফল = ০, ক্যারি = ১
(গ) যােগফল = ১, ক্যারি = ০ 
(ঘ) যােগফল = ১, ক্যারি = ১
উত্তর: (ঘ) যোগফল = ১ ক্যারি = ১
ব্যাখ্যা:
১+১+১ = ১১
যােগফল = ১ ক্যারি = ১
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।

১০২। কোন পদ্ধতিতে কম্পিউটার বিয়ােগের কাজ সম্পন্ন করে?
(ক) পূরক
(খ) বাইনারি
(গ) অংক 
(ঘ) সংখ্যা
উত্তর: (ক) পূরক
ব্যাখ্যা:
পরিপূরক পদ্ধতিতে কম্পিউটার বিয়ােগের কাজ করে। যে সংখ্যাকে বিয়ােগ করতে হবে তাকে প্রথমে ২ এর পরিপূরকে পরিণত করে অপর সংখ্যার সাথে যােগ করা হয় । অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।

১০৩। অক্টাল পদ্ধতিতে 70 থেকে 35 এর বিয়ােগফল কোনটি?
(ক) 33
(খ) 35
(গ) 43 
(ঘ) 55
উত্তর: (ক) 33
ব্যাখ্যা:
708 - 358 = 338
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।

১০৪। 101.000 থেকে .110 এর বিয়ােগফল কোনটি?
(ক) 1.01
(খ) 10.1
(গ) 100.01
(ঘ) 100.11
উত্তর: (গ) 100.01
ব্যাখ্যাঃ
101.00
  - 0.11
100.01
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।

১০৫। বাইনারি যােগের ক্ষেত্রে, 1+1 =
(ক) 1, ক্যারি 1
(খ) 2, ক্যারি 1
(গ) 0, ক্যারি 1
(ঘ) 0, ক্যারি 0
উত্তর: (গ) 0, ক্যারি 1
ব্যাখ্যা:
1 + 1 = 10
যােগফল 0  ক্যারি 1.
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।

১০৬।1+1+1+1+1 = (?)
(ক) 100
(খ) 101 
(গ) 110 
(ঘ) 111
উত্তর: (খ) 101
ব্যাখ্যা:
1 + 1 = 10
10 + 1 = 11
11 + 1 = 100
100 + 1 = 101
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।

১০৭। ক্লাশে শিক্ষক (1011.11)2 ও (1101.10)2 এর যােগফল নির্ণয় করতে বললেন। একজন শিক্ষার্থী (11011.11)2 লিখল। সে কত বেশি লিখল? [চবাে: ২০১৯]
(ক) 10.10 
(খ) 11.10 
(গ) 11.11 
(ঘ) 101.10
উত্তর: (ক) 10.10
ব্যাখ্যা:
      1011.11
(+) 1101.10
    11001.01
শিক্ষার্থীর লিখিত যােগফল = 11011.11
     11011.11
(-) 11001.01
           10.10
শিক্ষার্থী বেশি লিখেছে = (10.10)2
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।

১০৮। (10000.111000)- (101.01001)2
(ক) 11.10011
(খ) 1011.11011
(গ) 1011.10011 
(ঘ) 1010.10011
উত্তর: (গ) 1011.10011
ব্যাখ্যা:
10000.111000
   -101.010010
   1011.100110
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।

১০৯। (11011)- (1011)2 =?
(ক) 11002 
(খ) 100002 
(গ) 11012
(ঘ) 11112
উত্তর: (খ) 100002
ব্যাখ্যা:
11011
 -1011
10000
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।

১১০। কোনটি 102 + 108 + 1010 + 1016 এর ডেসিমেল মান নির্দেশক?
(ক) 1010
(খ) 2610
(গ) 3610
(ঘ) 46010
উত্তর: (গ) 3610

১১১। ABC এর পূর্বের ও পরের সংখ্যার যােগফল কোনটি?
(ক) 1577 
(খ) 1578 
(গ) 1678
(ঘ) 1683
উত্তর: (খ) 1578

👉শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথা 👈

আসসালামুয়ালাইকুম!!!প্রিয় শিক্ষার্থী ! এই ওয়েব সাইটে ভিজিটের জন্য ধন্যবাদ । এখানে তুমি HSC-Science-Arts-Commerce / Admission Test/A unit/B Unit/C Unit/D Unit এর পড়াশোনার সমস্ত উপকরন পাবে সম্পুর্ন ফ্রিতে Download। বাজার থেকে যে Notes নোট বা Guide গাইড অনেক টাকা দিয়ে ক্রয় করতে হয় সে নোট / গাইড Lecture Sheet গুলা তুমি পাচ্ছো সম্পূর্ণ Free Download । আমাদের ওয়েবসাইটে সকল শ্রেণীর শিক্ষা উপকরন পাচ্ছো একেবারে ফ্রিতে । ভাল লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। আপডেট পেতে নিয়মিত ভিজিট কর।

নিচের লিঙ্ক থেকে Download করে নিতে পারো তোমার প্রয়োজনীয় ফাইল। 

👉একাদশ-দ্বাদশ শ্রেণীর সকল গাইড ফ্রি Pdf Download 

👉HSC ICT MCQ প্র্যাকটিস করুন এখান থেকে 

👉HSC ICT সৃজনশীল প্র্যাকটিস করুন এখান থেকে 

👉বিশ্ববিদ্যালয় ICT প্র্যাকটিস করুন এখান থেকে 

👉বিশ্ববিদ্যালয় সকল Unit Suggestion এখানে

নিচের ডাউনলােড এ  ক্লিক করে HSC ICT CHAPTER 3.1 বাইনারি যােগ MCQ | Board MCQ ( Number System ) | এইচ এস সি আই সি টি অধ্যায় ৩.১ ( সংখ্যা পদ্ধতি ) বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান  ডাউনলােড করে নিন।


HSC ICT CHAPTER 3.1 MCQ | Board MCQ ( Number System ) এইচ এস সি আই সি টি অধ্যায় ৩.১ ( সংখ্যা পদ্ধতি ) বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান



Tag: HSC ICT CHAPTER 3,hsc ict chapter 3.1,hsc ict number system, hsc ict সংখ্যা পদ্ধতি, hsc ict 3.1 board mcq solve,hsc ict mcq suggestions, hsc ict mcq tricks,hsc ict mcq tips,hsc ict final suggestion 2021,hsc ict short syllabus 2021

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url