HSC ICT CHAPTER 3.1 MCQ | Board MCQ ( Number System ) | Binary এইচ এস সি আই সি টি অধ্যায় ৩.১ ( সংখ্যা পদ্ধতি ) বাইনারি বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান

HSC ICT CHAPTER 3.1 MCQ | Board MCQ ( Number System ) | Binary এইচ এস সি আই সি টি অধ্যায় ৩.১ ( সংখ্যা পদ্ধতি ) বাইনারি  বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান 

এখানে HSC ICT CHAPTER 3.1 MCQ | Board MCQ ( Number System ) Binary  ফ্রি Pdf Download ফাইল লিঙ্ক দেয়া হয়েছে । HSC ICT CHAPTER 3.1 MCQ | Board MCQ ( Number System ) টি সম্পুর্ন বিনামূল্যে Download করতে পারবে।ঘরে বসে সকল ছাত্র ছাত্রী যাতে ফ্রিতে পড়াশোনা প্র্যাকটিস করতে পারে এর জন্য আমাদের এই উদ্যোগ। HSC ICT CHAPTER 3.1 MCQ এর সকল PDF Download করুন এবং শেয়ার করে টাইম্লাইনে রেখে দিন।লিঙ্ক নিচে দেয়া আছে।এখন ই Download করে নিন।

HSC ICT CHAPTER 3.1 MCQ | Board MCQ ( Number System ) এইচ এস সি আই সি টি অধ্যায় ৩.১ ( সংখ্যা পদ্ধতি ) বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান


👉শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথা 👈

আসসালামুয়ালাইকুম!!!

                                  প্রিয় শিক্ষার্থী ! এই ওয়েব সাইটে ভিজিটের জন্য ধন্যবাদ । এখানে তুমি HSC-Science-Arts-Commerce / Admission Test/A unit/B Unit/C Unit/D Unit এর পড়াশোনার সমস্ত উপকরন পাবে সম্পুর্ন ফ্রিতে Download। বাজার থেকে যে Notes নোট বা Guide গাইড অনেক টাকা দিয়ে ক্রয় করতে হয় সে নোট / গাইড Lecture Sheet গুলা তুমি পাচ্ছো সম্পূর্ণ Free Download । আমাদের ওয়েবসাইটে সকল শ্রেণীর শিক্ষা উপকরন পাচ্ছো একেবারে ফ্রিতে । ভাল লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। আপডেট পেতে নিয়মিত ভিজিট কর।

নিচের লিঙ্ক থেকে Download করে নিতে পারো তোমার প্রয়োজনীয় ফাইল। 

👉একাদশ-দ্বাদশ শ্রেণীর সকল গাইড ফ্রি Pdf Download 

👉HSC ICT MCQ প্র্যাকটিস করুন এখান থেকে 

👉HSC ICT সৃজনশীল প্র্যাকটিস করুন এখান থেকে 

👉বিশ্ববিদ্যালয় ICT প্র্যাকটিস করুন এখান থেকে 

👉বিশ্ববিদ্যালয় সকল Unit Suggestion এখানে

আমাদের পেজে লাইক দিয়ে সাথে থাকুন 

HSC ICT CHAPTER 3.1 Binary MCQ | Board MCQ ( Number System ) এইচ এস সি আই সি টি অধ্যায় ৩.১ ( সংখ্যা পদ্ধতি ) বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান 

Binary- বাইনারি 

২৫। MSB-এর পূর্ণরূপ হচ্ছে- [কু বাে-১৬]
(ক) Most Suitable Bit
(খ) Most Significant Bit
(গ) Maximum Suitable Bit
(ঘ) Maximum Significant Bit
উত্তর: (খ) Most Significant Bit
ব্যাখ্যা:
EBCDIC Extended Binary Coded Decimal Information Code
BCD Binary Coded Decimal
ASCII American Standard Code for Information Interchange
Unicode Universal Code
LSB Least Significant Bit
MSB Most Significant Bit
LSD Least Significant Digit
MSD Most Significant Digit
অতএব প্রশ্নটির সঠিক উত্তর (খ)।

২৬। কম্পিউটার অভ্যন্তরীণ কাজ করার জন্য কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে?
(ক) বাইনারি 
(খ) দশমিক 
(গ) অক্টাল 
(ঘ) হেক্সাডেসিমাল।
উত্তর: (ক) বাইনারি
ব্যাখ্যা:
বাইনারি সংখ্যা পদ্ধতি ( Binary Number  System): যে সংখ্যা পদ্ধতিতে দুটি অঙ্ক (Digit) বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। বাইনারি সংখ্যা পদ্ধতি হলাে, সরলতম গণনা পদ্ধতি। এই পদ্ধতির ডিজিট দুটিকে সহজে ইলেকট্রনিক উপায়ে নির্দিষ্ট করা সম্ভব হয়েছে। বলে কম্পিউটারসহ অনেক ইলেকট্রনিক যন্ত্রে এই পদ্ধতি ব্যবহৃত হয়। এই
পদ্ধতিতে ব্যবহৃত ডিজিটগুলাে হলাে এবং !। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2. অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।

২৭। বাইনারী সংখ্যা পদ্ধতির ভিত্তি কত?
(ক) ২
(খ) ৮ 
(গ) ১০
 (ঘ) ১৬
উত্তর: (ক) ২
Note: পূর্বের প্রশ্নের ব্যাখ্যা দেখুন।

২৮। দশমিক সংখ্যা 91 এর বাইনারি রূপ কোনটি?
(ক) 1011011
(খ) 1101010
(গ) 1110011
(ঘ) 1101101
উত্তরঃ (ক) 1011011
Note: লেকচার ভিডিওতে ব্যাখ্যা দেখুন।

২৯। (12)10 এর সমকক্ষ বাইনারি কোনটি? [চ.বাে: ২০১৬]
(ক) (1101)2
(খ) (1100)2
(গ) (1111)2
(ঘ) (1010)2
উত্তর: (খ) (1100)2

৩০। (29)10 সংখ্যাটির বাইনারী মান কত?
(ক) 11100
(খ) 11011
(গ) 10111
(ঘ) 11101
উত্তর: (ঘ) 11101

৩১। ১০১১ এর পরবর্তী বাইনারি সংখ্যা কত?
(ক) ১০১০ 
(খ) ১১০০
(গ) ১১০১ 
(ঘ) ১১১০
উত্তর: (খ) ১১০০
ব্যাখ্যা:
১০১১ + ১ = ১১০০
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।

৩২। বাইনারি যােগে 1+0+1 = ? [সি. বাে১৬] 
(ক) 10
(খ) 01 
(গ) 00
(ঘ) 11
উত্তর: (ক) 10
Note: পূর্বের প্রশ্নের ব্যাখ্যা দেখুন।

৩৩। (0.875)10 এর সমতুল্য বাইনারি সংখ্যা-
(ক) (0.111)2
(0) (0.1101)2
(5) (0.011)2
() (0.0111)2
উত্তর: (ক) (0.111)2
ব্যাখ্যা:
(0.875) 10 = (0.111)2
গুণ-গুণফল-ভগ্নাংশ-পূর্ণসংখ্যা Rules Apply করে।  
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।

৩৪। মি, সুবীর একজন ছাত্রকে বয়স জিজ্ঞাসা করায় সে বলল, বাইনারিতে তার বয়স 10010। তার এই সংখ্যার সাথে (1011) যােগ করলে বাইনারিতে যােগফল কত হবে? [বি. বাে. ১৬]
(ক) 11001
(খ) 11101
(গ) 10011
(ঘ) 10111
উত্তর: (খ) 11101
ব্যাখ্যা:
10010
+1011
11101
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।
৩৫। চিত্র A (4 বিট) ইনপুট সিগন্যালের সমকক্ষ দশমিক মান A = ?
(ক) 10
(খ) 27
(গ) 54
(ঘ) 63
উত্তর: (ক) 10
ব্যাখ্যা:
ইনপুট A সিগনালটি হল 1010 থাকে দশমিকে পরিণত করলে পাই,
(1010)2 = (10)
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।

৩৬। বাইনারি সংখ্যা পদ্ধতির প্রতীক দুটি কী কী?
(ক) 1 এবং ।
(খ) () এবং 1
(গ) 0 এবং 0
(ঘ) 2 এবং 1
উত্তর: (খ) 0 এবং 1
ব্যাখ্যা:
বাইনারি সংখ্যা পদ্ধতির প্রতীক: সপ্তদশ শতকে বাইনারি সম্পর্কে প্রথম ধারণা দেন গটফ্রেড লিবনিজ (Gottfried Leibniz)। এই পদ্ধতিতে ব্যবহৃত অথবা 1 অঙ্ককে সংক্ষেপে বিট (Bit বা Binary digit) বলে। বিট হল ডেটা ও তথ্য সংরক্ষণ, ডেটা কমিউনিকেশন ও ডিজিটাল কম্পিউটারের মৌলিক একক। বাইনারি পদ্ধতি হলাে সরলতম গণনা পদ্ধতি। ডিজিটাল সার্কিট ডিজাইন করতে মূলত বাইনারি সংখ্যা পদ্ধতিই অনুসরণ করা হয় । কম্পিউটারের অভ্যন্তরীণ কাজ সম্পন্ন হয় বাইনারি সংখ্যা পদ্ধতিতে। একে বুলিয়ান অ্যালজেবরাও বলা হয়। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।

৩৭। কোন সংখ্যা পদ্ধতির অপর নাম বুলিয়ান অ্যালজেবরা?
(ক) বাইনারি
(খ) অক্টাল
(গ) দশমিক
(ঘ) হেক্সাডেসিম্যাল।
উত্তর: (ক) বাইনারি
Note: পূর্বের প্রশ্নের ব্যাখ্যায় দেখুন।

৩৮। বুলিয়ান অ্যালজেবরায় কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়?
(ক) বাইনারি সংখ্যা পদ্ধতি 
(খ) অক্টাল সংখ্যা পদ্ধতি
(গ) দশমিক সংখ্যা পদ্ধতি 
(ঘ) হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি
উত্তর: (ক) বাইনারি সংখ্যা পদ্ধতি
Note: পূর্বের ৩৬নং প্রশ্নের ব্যাখ্যায় দেখুন।

৩৯। বাইনারি সংখ্যা পদ্ধতির প্রথম ধারণা দেন-
(ক) গটফ্রিজ লিবনিজ
(খ) আল জাবির
(গ) আল খােয়ারিজমি
(ঘ) আল হ্যাজেন
উত্তর: (ক) গটফ্রিজ লিবনিজ
Note: পূর্বের ৩৬নং প্রশ্নের ব্যাখ্যায় দেখুন।

৪০। কম্পিউটার মেশিন ল্যাঙ্গুয়েজ গঠিত হয় কতটি বিদ্যুৎ প্রবাহের সমম্বয়ে?
(ক) একটি মাত্র সংকেতের সমন্বয়ে
(খ) দুটি মাত্র সংকেতের সমন্বয়ে
(গ) তিনটি মাত্র সংকেতের সমন্বয়ে
(ঘ) চারটি মাত্র সংকেতের সমন্বয়ে
উত্তর: (খ) দুটি মাত্র সংকেতের সমন্বয়ে
Note: পূর্বের ৩৬নং প্রশ্নের ব্যাখ্যায় দেখুন।

৪১। (101010)2  সংখ্যাটিতে সর্ব বামের 1 নির্দেশ করে কোনটি?
(ক) LSB 
(খ) MSB 
(গ) LSD 
(ঘ) MSD
উত্তর: (খ) MSB

নিচের ডাউনলােড এ  ক্লিক করে  HSC ICT CHAPTER 3.1 Binary- বাইনারি MCQ | Board MCQ ( Number System ) এইচ এস সি আই সি টি অধ্যায় ৩.১ ( সংখ্যা পদ্ধতি ) বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান ডাউনলােড করে নিন।


HSC ICT CHAPTER 3.1 MCQ | Board MCQ ( Number System ) এইচ এস সি আই সি টি অধ্যায় ৩.১ ( সংখ্যা পদ্ধতি ) বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান



Tag: HSC ICT CHAPTER 3,hsc ict chapter 3.1,hsc ict number system, hsc ict সংখ্যা পদ্ধতি, hsc ict 3.1 board mcq solve,hsc ict mcq suggestions, hsc ict mcq tricks,hsc ict mcq tips,hsc ict final suggestion 2021,hsc ict short syllabus 2021

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url