HSC ICT | অধ্যায় ১ | দিনাজপুর বাের্ড-২০১৯

hsc job university admission ict


প্রশ্ন নং-৮: দিনাজপুর বাের্ড-২০১৯

মিসেস পাপিয়ার কপালে একটি টিউমার দেখা দেওয়ায় একটি বিশেষায়িত হাসপাতালে সার্জারির জন্য ভর্তি হলেন। উক্ত হাসপাতালের ডাক্তারগণ আঙ্গুলের ছাপ ব্যবহার করে হাসপাতালে প্রবেশ করেন। সার্জারি বিভাগের ডাক্তার তাকে অপারেশন' পূর্ববর্তী বিভিন্ন টেস্ট দিলেন। টেস্টে পাপিয়ার অতিরিক্ত ব্লাড সুগার থাকায় ডাক্তার তাকে ইনসুলিন প্রয়ােগে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার ব্যবস্থা গ্রহণ করলেন।

(ক) ই-কমার্স কী?

(খ) তথ্য ও যােগাযােগ প্রযুক্তি বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে এসেছে- ব্যাখ্যা কর।

(গ) ডাক্তারদের হাসপাতালে প্রবেশের প্রযুক্তি চিহ্নিত করে ব্যাখ্যা কর।

(ঘ) মিসেস পাপিয়ার চিকিৎসায় ব্যবহৃত ঔষধ তৈরির প্রযুক্তি কৃষি গবেষণায় সফলতা ও অবদান রাখে। মতামত দাও।

(ক)-এর উত্তরঃ

ই-কর্মাস: বর্তমানে বিশ্বের প্রায় সকল দেশের মধ্যে বিস্তৃত ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের মধ্যে লেনদেনকে ই-কমার্স (E-Commerce) বলে।

(খ)-এর উত্তর:

আধুধিন যােগাযােগ ব্যবস্থার উন্নতিতে এবং দ্রুত যােগযােগের সুবিধার ফলে পৃথিবী ছােট হয়ে আসছে। আমরা এখন অত অল্প সময়ের সধ্যেই পৃথিবীর কোথায় কী ঘটছে তাৎক্ষণিকভাবে জানতে পারে কম্পিউটার সহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রের সহজলভ্যতা এবং ডিজিটাল কমিউনিক্যাশন। সিস্টেমের অভূতপূর্ব উন্নতির কারণেই এটি সম্ভব হচ্ছে। প্রত্যেকের হাতেই স্মার্টফোন সত্যিই পুরাে বিশ্ব আমাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে।

(গ)-এর উত্তরঃ

ডাক্তারদের হাসপাতলে প্রবেশের প্রযুক্তি হলো ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করে ব্যক্তি শনাক্তকরণ। উদ্দীপকের আলােকে অফিসে প্রবেশ ও কক্ষে প্রবেশের জন্য কৌশল দুটির মধ্যে অফিসে প্রবেশের কৌশল বেশি সুবিধাজনক। অফিসে প্রবেশের জন্য ফিংগার প্রিন্ট ব্যবহার করা হয়েছে। এই পদ্ধতিটি নিরাপদ এবং দ্রুত কার্যকর। পাশাপাশি সফলতার হার প্রায় শতভাগ কারণ প্রত্যেক মানুষের ফিংগার প্রিন্ট সম্পূর্ণ স্বতন্ত্র এবং সারা জীবন অপরিবর্তিত থাকে। অপরদিকে কক্ষে প্রবেশের জন্য আইরিশ এবং রেটিনা স্ক্যান পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এই পদ্ধতি অত্যন্ত ব্যয়বহুল। তুলনামূলকভাবে বেশি মেমরি প্রয়ােজন হয়। চোখের চশমা ব্যবহার করে এই পদ্ধতিতে সনাক্তকরণ করা যায় না ফলে ডিভাইস ব্যবহার করার সময় চশমা খােলার প্রয়ােজন হয়। অনেকে মনে করেন এই পদ্ধতি ব্যবহার করার ফলে চোখের ক্ষতিও হয়। ক্যামেরার সামনে আলাের পর্যাপ্ততার সাথে সনাক্তকরণ নির্ভরশীল।

(ঘ)-এর উত্তর:

সিসেস পাপিয়ার চিকিৎসায় ব্যবহৃত ঔষধ তৈরির প্রযুক্তি হলাে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। বর্তমানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি একটি সময়ােপযােগী আধুনিক প্রযুক্তি হিসেবে সমাদৃত হচ্ছে। নতুন ফসল উদ্ভাবনের ক্ষেত্রে প্রচলিত প্রজননের তুলনায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং অধিক কার্যকর। কারণ প্রচলিত। প্রজনন একই অথবা খুব নিকটবর্তী প্রজাতির মাঝে সীমাবদ্ধ , কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে নিকটবর্তী বা দূরবর্তী যেকোনাে প্রজাতির মাঝে এক বা একাধিক জিন সরাসরি স্থানান্তর করা সম্ভব। প্রচলিত প্রজননে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে দীর্ঘ সময় প্রয়ােজন। পক্ষান্তরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সাহায্যে অতিদ্রুত কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যসম্পন্ন উদ্ভিদ বা প্রাণী বা অনুজীব পাওয়া যায়। এছাড়া বিভিন্ন ফসলের জিনােম সিকোয়েন্স আবিষ্কারের ফলে অতি সহজে যেকোনাে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের পরিবর্তন আনা সম্ভব। ফলে ফসলে গুণগত মান বাড়িয়ে অধিক ফলনশীল রােগবিহীন সুস্বাস্থ্যকর ফসল পাওয়া সম্ভব। সুতরাং উচ্চ ফলনশীল, রােগ প্রতিরােধ এবং কাঙ্ক্ষিত গুণাগুণ সম্পন্ন ফসল উৎপাদনের মাধ্যমে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কৃষি সম্পদ উন্নয়নে সহায়ক ভূমিকা রাখছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url